মোঃ সরওয়ার হোসেন,গোলাপগঞ্জ প্রতিনিধি ::
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার কদিন যাবত অতিরিক্ত লোডশেডিং অতিষ্ঠ করে তুলেছে জনসাধারণের জনজীবনে। দিন কী বা রাতের বিভিন্ন সময় চলছে লোডশেডিং বিদ্যুৎ এর ভেলকিবাজি। হালকা বাতাস, বৃষ্টির ফোটা মাটিতে পড়ার আগেই যেন আলোহীন হয়ে যায় প্রতিটি ঘর।শিক্ষার্থীরা ঠিকমতো লেখাপড়া করতে পারছে না এবং বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন গ্রাহকেরা। (আমরা প্রাকৃতিক দুর্যোগ ব্যতিত) নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ চাই। এর পর ও কেনো এত দুর্ভোগ আমাদের পোহাতে হচ্ছে।
এশিয়া মহাদেশের মধ্যে শতভাগ বিদ্যুতের দেশ বাংলাদেশ।সরকার দেশের পল্লিবিদ্যুতের সকল চাহিদা পূরণ করেছে।স্হানে স্হানে শত কোটি টাকা দিয়ে বিদ্যুৎ মজুদের ব্যবস্হা করে দিয়েছে।
বিদ্যুত্তের দায়িত্বশীলদের জবাবদিহিতায় নিয়ে আসা উচিত, তাঁদের খামখেয়ালী দায়িত্বপনার পরিসমাপ্তি কোথায়।
শেয়ার করুন