রাসেল আহমদ, (গোলাপগঞ্জ প্রতিনিধি):
গোলাপগঞ্জে সিলেট জেলা বিএনপি কর্তৃক উপজেলার ৪ নেতাকে বহিষ্কারের প্রতিবাদে বিক্ষোভ করেছে উপজেলা ও পৌর ছাত্রদল যুবদলের কর্মীরা। বুধবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় চৌমুহনীতে এ বিক্ষোভের আয়োজন করা হয়। এ সময় বিক্ষোব্ধ নেতাকর্মীরা প্রতিবাদে মিছিল বের করতে চাইলে স্থানীয় নেতৃবৃন্দের অনুরোধে চৌমুহনীতে দাড়িতে প্রতিবাদ জানান তারা।
১৯ সেপ্টেম্বর সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী স্বাক্ষরিত প্যাডে গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাউন্সিলর হেলালুজ্জামান হেলাল, যুগ্ম সম্পাদক আমিন উদ্দিন আহমদ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল আহমদ, যুগ্ম সম্পাদক পৌর কাউন্সিলর জামিল আহমদ চৌধুরী কে সংগঠনের শৃঙ্খলা পরিপন্থি কর্মকান্ডের অভিযোগ এনে বহিষ্কারাদেশ দেওয়া হয়।
এদিকে বিক্ষোবকারীদের উদ্যেশে বক্তব্য দেন, গোলাপগঞ্জ পৌর বিএনপির সাবেক আহ্বায়ক গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাউন্সিলর হেলালুজ্জামান হেলাল, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক হাসান এমাদ, পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল খালিক, যুগ্ম সম্পাদক আমিন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক দুলাল আহমদ। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী আব্দুল জলিল সেলিম, পৌর যুবদলের আহ্বায়ক এনাম হক এনাম, যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান জুবেল, সদস্য সচিব টিপু সুলতান, সুফিয়ান আহমদ খান, কামরুল আহাদ, মওদুদ হোসেন চৌধুরী সুমন, এবাদ উদ্দিন, জেলা যুবদল নেতা শেখ নাঈম সহ অন্যান্যরা।
এসময় বক্তারা নেতাকর্মীদের উদ্যেশ্যে বলেন, আপনারা নিজেদের মধ্যে গোলযোগ সৃষ্টি করবেননা। তাছাড়া বহিষ্কারের বিষয়টি অতি দ্রুত জেলা বিএনপিকে সমাধানেরও অনুরোধ জানানো হয়।
শেয়ার করুন