গোলাপগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড: পুড়লো দোকানসহ ২টি অটোরিকশা

সিলেট

সিলেটের গোলাপগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি দোকান ও দুটি সিএনজি পুড়ে ছাই হয়ে গেছে।মঙ্গলবার (৯মে) ভোরে উপজেলার আমুড়া ইউনিয়নের শিলঘাট সোনারপাড়া গ্রামের এ ঘটনা ঘটে।

জানা যায়, মঙ্গলবার ভোর ৫টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডে আমুড়া ইউনিয়নের শিলঘাট সোনারপাড়ার ডালিম উদ্দিনের মুদি দোকান ও গ্যারাজে থাকা দুটি সিএনজি অটোরিকশা পুড়ে ছাই হয়ে।

তাৎক্ষণিক খবর পেয়ে গোলাপগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে আসলেও তার আগেই দোকান ও দুটি অটোরিকশা (সিএনজি) পুড়ে ছাই হয়ে যায়।

গ্যারেজে থাকা অটোরিকশা (সিএনজি) দুটির মালিক হলেন শীলঘাট গ্রামের জয়নাল আহমদ ও একই গ্রামের হুরমত আলী।

দোকান মালিক ডালিম উদ্দিন অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার ফজরের সময় আগুন লেগেছে।বিদ্যুতের শট সার্কিট বা সিএনজির গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *