রাসেল আহমদ,(গোলাপগঞ্জ প্রতিনিধি)::
যুক্তরাষ্ট্রের প্যাটারসন সিটি আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও জাবেদ বিডি ক্লাবের সাধারণ সম্পাদক শায়েক হোসাইনের স্বদেশ সফর শেষে যুক্তরাষ্ট্র গমন উপলক্ষে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২সেপ্টেম্বর,২০২৩ইং) রাত ৮টায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, গোলাপগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এ বিদায়ী সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম।
গোলাপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পৌর কাউন্সিলর রুহিন আহমদ খানের সভাপতিত্বে ও গোলাপগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানিম রহমান সানির সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খায়রুল হক, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান আজম, গোলাপগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক ওয়েছুর রহমান ওয়েছ, সংবর্ধিত অতিথি প্যাটারসন সিটি আওয়ামী লীগের সভাপতি শায়েক হোসাইন।
পৌর ছাত্রলীগ নেতা আলী হোসেনের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা যুবলীগ নেতা চয়ন চন্দ্র শয়ন, আপন ইকবাল তানভীর। স্বাগত বক্তব্য রাখেন জাবেদ বিডি ক্লাবের সদস্য সুমন আহমদ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সায়েক হোসাইন আমেরিকায় গেলেও তাঁর মন পড়ে থাকে দেশের মানুষের কাছে। দেশের সব দুর্যোগে তিনি অসহায় গরীব দুঃখীদের পাশে দাঁড়ান। বিগত করোনার ও বন্যার সময় তিনি যেভাবে দেশের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছিলেন তা মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত। শুধু সায়েক হোসাইন নয় তার পরিবারের সকল সদস্য দেশের গরীব দুঃখী অসহায় মানুষের পাশে সব সময় দাঁড়ান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ পৌর আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি আব্দুল মুকিত, সাবেক ফুটবলার লিয়াকত আলী, কবির আহমদ, গোলাপগঞ্জ উপজেলা তাতী লীগের সভাপতি শাকিল আহমদ, যুবলীগ নেতা মঞ্জুর আহমদ, রুমেল আহমদ, রুবেল আহমদ, স্বেচ্ছাসেবকলীগ নেতা তাহির আলী, গোলাপগঞ্জ পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হোসেন আহমদ কামরান, সাংগঠনিক সম্পাদক রাব্বি আহমদ, রাসেল আহমদ, এহসানুল হক মিলু, আমীন আহমদ, রাব্বি, রুজেল আহমদ, শাফি আহমদ, মুমিত আহমদ সহ উপজেলা ও পৌর যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে শেষে উপস্থিত প্রধান অতিথি সহ সকল অতিথিবৃন্দ সংবর্ধিত অতিথি শায়েক হোসাইনের হাতে ক্রেস্ট তুলে দেন।
শেয়ার করুন