গোলাপগঞ্জে সাড়ে ৬হাজার কেজি ভারতীয় চিনি সহ যুবক গ্রেপ্তার

জাতীয়

রাসেল আহমদ,(গোলাপগঞ্জ প্রতিনিধি)

গোলাপগঞ্জে র‍্যাব-৯ এর বিশেষ অভিযানে ভারতীয় চিনি সহ মোঃ বেলাল উদ্দিন (২১) নামের এক যুবকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৮মার্চ) সকাল ৬টায় উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের বরায়া উত্তরভাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বেলাল আহমদ গোয়াইনঘাট উপজেলার পূর্ব আলীরগাঁও ইউনিয়নের হাজরাই গ্রামের মৃত আব্দুল মান্নানের পুত্র।

র‍্যাব জানায়, শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯ এর ডিএডি মোঃ মনিরুজ্জামানের নেতৃত্বে একটি বিশেষ টিম অভিযান চালিয়ে গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের বরায়া উত্তরভাগ গ্রামের এভালন স্পোর্টস ক্লাবের সামনের পাকা রাস্তার উপর একটি ট্রাক সহ ট্রাকের ভিতরে ভারতীয় তৈরী ৬৪৬৮ কেজি চিনি সহ বেলাল আহমদকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ট্রাক ও চিনি সহ গোলাপগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ গোলাপগঞ্জ মো: রফিকুল ইসলাম।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *