আসন্ন ৮মে ৬ষ্ঠ গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী শাহিদুর রহমান চৌধুরী জাবেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
বুধবার (১৭ এপ্রিল) দুপুরে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জিল্লুর রহমান।
মনোনয়নপত্র বৈধ ঘোষণা পরবর্তী শাহিদুর রহমান চৌধুরী জাবেদ বলেন, ‘আলহামদুলিল্লাহ যাচাই-বাছাই শেষে আমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এজন্য আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। যারা আমার সাথে থেকে আমাকে সমর্থন দিয়ে যাচ্ছেন আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ নির্বাচনে আমি বিজয়ী হবো।’
এদিন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী বাকি ৯জনেরও মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়।
শেয়ার করুন