রাসেল আহমদ,(গোলাপগঞ্জ প্রতিনিধি):::
সিলেটের গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম সিলেট জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন।
রোববার (২০ আগস্ট) দুপুরে তার হাতে শ্রেষ্ঠ ওসির পুরষ্কার তুলে দেন সিলেটের পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন।
জানা যায়, গত জুলাই মাসে অভিন্ন মানদণ্ডের ভিত্তিতে থানা এলাকায় শান্তি শৃঙ্খলারক্ষা, মাদক উদ্ধার, গ্রেপ্তারী পরোয়ানা তামিল, নিয়মিত মামলার আসামি গ্রেপ্তারসহ গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটনের স্বীকৃতিসরূপ তাকে এ পুরষ্কারে ভূষিত করা হয়।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম জেলা পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই অর্জন আমার একার নয় আমার থানার সকল অফিসার ও ফোর্সের পরিশ্রমের ফসল। তাদের দায়িত্বশীলতায় আমি এই পুরস্কার পেয়েছি।
উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি মাসেও সিলেট জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হন মো.রফিকুল ইসলাম। তিনি গত বছরের ৩১ জুলাই গোলাপগঞ্জ মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেন।
শেয়ার করুন