গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদের মাতৃবিয়োগ, দাফন সম্পন্ন

সিলেট

গোলাপগঞ্জ প্রতিনিধি:

সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ ও গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি, গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক, সাংবাদিক আব্দুল আহাদের মাতা আফজান বেগম (৯০) শুক্রবার রাত ৯টার সময় সিলেট আল হারমাইন হাসপাতালে ইন্তেকাল কররেছেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি ২পুত্র, ১কন্যা, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শনিবার বাদ জোহর বেলা সোয়া ২টার সময় রাণাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে মরহুমার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মরহুমার জানাজার নামাজের ইমামতি করেন মরহুমার নাতি হাফিজ মাহিন আহমদ।

জানাজার পূর্বে উপস্থিত মুসল্লীয়ানদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন মরহুমার কনিষ্ঠ পুত্র, সিলেট পল্লী সমিতি-১ ও গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ।

মরহুমের জানাজায় বিশিষ্ট জনের মধ্যে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমান, সিলেট জেলা বিএনপি নেতা ফয়ছল আহমদ চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন, গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জিএম মোঃ আক্তারুজ্জামান লস্কর, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য শাহিদুর রহমান চৌধুরী জাবেদ, ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ রেজাউল আমিন, গোলাপগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র হেলালুজ্জামান হেলাল, কাউন্সিলর জহির উদ্দিন সেলিম, রুহিন আহমদ খান, এম ফজলুল আলম, জাহেদ আহমদ,ফারুক আলী, গোলাপগঞ্জ গণদাবি পরিষদের সভাপতি ডা. হাবিবুর রহমান, গোলাপগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তমজ্জুল আলী তোতা মিয়া, ফুলবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হানিফ খান, সাবেক চেয়ারম্যান এডভোকেট মামুন আহমদ রিপন, বাঘা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছানা মিয়া, আমুড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রাজু আহমদ তালুকদার, রুহেল আহমদ, আমুড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান কামরান হোসেন, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সাবেক সভাপতি হানিফ আহমদ, আজাদ চৌধুরী একাডেমির প্রধান শিক্ষক সাহেদ আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ পৌর জামাতের আমির মাওলানা আব্দুল খালিক, গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি আলেকুজ্জামান আলেক,সাবেক সভাপতি জুবেদুর রহমান চৌধুরী ফারুক, সহ সভাপতি বিলাল আহমদ, সিনিয়র সাংবাদিক শহিদুর রহমান সুহেদ, গোলাপগঞ্জ প্রেসক্লাব সহ-সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক মাহফুজ আহমদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ জেলওয়ার হোসেন স্বপন, দপ্তর সম্পাদক গোলাম দস্তগীর খান ছামিন, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাব সভাপতি আব্দুল জলিল, সিনিয়র সহ সভাপতি আজিজ খান, সাধারণ সম্পাদক জাহিদ উদ্দিন, গোলাপগঞ্জ পৌর প্রেসক্লাব সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক খন্দকার বদরুল আলম, কোষাধ্যক্ষ মোঃ রুবেল আহমদ, গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কোষাধ্যক্ষ ফাহাদ হোসাইন, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহ আলম, সাংবাদিক কে এম আব্দুল্লাহ,ইউপি সদস্য আব্দুল গফফার কুটি, তারেক আহমদ, ইউপি সদস্য ও সাংবাদিক সালমান কাদের দিপু, সাংবাদিক দেলোয়ার হোসেন মাহমুদ, আব্দুল আজিজ বাবর, ফাহিম আহমদ, সামিল হোসেন, পরিবেশবাদী আব্দুল লতিফ সরকার, পৌর আওয়ামী লীগ নেতা সাদেক আহমদ, পারভেজ আহমদ, নিসচা গোলাপগঞ্জ উপজেলা শাখার সভাপতি ইলিয়াস বীন রিয়াছত, ছয়েফ উদ্দিন চৌধুরী সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নের্তৃবৃন্দ।

এদিকে গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিলেট-৬ আসনের এমপি সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি, কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সরওয়ার হোসেন, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম, গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, প্যানেল চেয়ারম্যান হেলালুজ্জামান হেলাল, গোলাপগঞ্জ প্রেসক্লাব সহ-সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক মাহফুজ আহমদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ জেলওয়ার হোসেন স্বপন, দপ্তর সম্পাদক গোলাম দস্তগীর খান ছামিন, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাব সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক জাহিদ উদ্দিন, গোলাপগঞ্জ পৌর প্রেসক্লাব সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ।

তারা পৃথক শোক বার্তায় মরহুমার রুহের মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *