সিঙ্গাপুরে অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব-১৭ বাছাইপর্বে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচেও জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা। স্বাগতিক সিঙ্গাপুরকে ৩-০ গোলে হারিয়েছে তারা।
প্রথম ম্যাচে তুর্কমেনিস্তানকে ৬-০ গোলে হারায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী দল। দ্বিতীয় এই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে পা রেখেছে গোলাম রাব্বানি ছোটনের দল।
তুর্মমেনিস্তানের বিপক্ষে নিজেদের ম্যাচে বড় জয় পেয়েছিল সিঙ্গাপুরও। রোববার ডি গ্রুপের ম্যাচটি তাই ছিল গ্রুপ চ্যাম্পিয়ন নির্ধারণের।
সেখানে ম্যাচের ২১ মিনিটে প্রথম লিড নেয় বাংলাদেশ। এরপর দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে ব্যবধান ২-০ করে প্রথমবার কোন আসরে অংশ নিতে বিদেশ সফর করা অনূর্ধ্ব-১৭ দলের মেয়েরা।
পরে ৬৬ মিনিটে দলের পক্ষে তৃতীয় গোল করে সিঙ্গাপুরের কামব্যাক করার আশা একপ্রকার শেষ করে দেয় লাল-সবুজের নারী প্রতিনিধিরা।
শেয়ার করুন