গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে সিলেটে যুবলীগের মিলাদ ও দোয়া

সিলেট

ডেস্ক রিপোর্ট : ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত কেন্দ্রীয় আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমানসহ সকলের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল করেছে সিলেট মহানগর যুবলীগ।
সোমবার বাদ জোহর বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শাহজালাল (রহ.) দরগাহ মসজিদে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে সংক্ষিপ্ত বক্তব্যে সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি বলেন, ১৫ আগস্ট ও ২১ আগস্টের খুনিদের প্রেতাত্মারা রং বদল করে আমাদের আশপাশেই ঘুরছে। সেই ষড়যন্ত্রকারীরা ও তাদের দোসররা বসে নেই। তারা সুযোগ পেলেই ছোবল মারবে। তাদের বিষয়ে যুবলীগের প্রতিটি নেতাকর্মীকে সজাগ থাকতে হবে এবং ঐক্যবদ্ধভাবে সবাইকে দলের জন্য কাজ করতে হবে। তিনি আরও বলেন, তৎকালীন সরকারের পৃষ্ঠপোষকতায় নারকীয় এ গ্রেনেড হামলা চালানো হয়েছিলো। সেদিনের হামলায় আইভি রহমানসহ ২৪ জন প্রাণ হারালেও ভাগ্যক্রমে প্রাণে বেঁচে যান বঙ্গবন্ধুকন্যা আওয়াম লীগ সভাপতি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। ঘাতকদের মূল টার্গেট ছিলো তাকে হত্যা করার মাধ্যমে দেশ থেকে আওয়ামীলীগকে নিশ্চিহ্ন করে দেয়া।

সিলেট মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার বলেন, ২০০৪ সালের এই দিনে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সন্ত্রাসবিরোধী আওয়ামীলীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলা চালানো হয়। ওই জনসভায় তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করতে এ হামলা চালানো হয়।
এসময় উপস্থিত ছিলেন- রাহেল আহমদ চৌধুরী, সুলতান মাহমুদ সাজু, জুবের আহমদ, আনিসুর রহমান তিতাস, রুপম আহমদ, এমদাদ হোসেন ইমু,সাকারিয়া হোসেন সাকির, আলী হোসেন, সাইদুর রহমান, জহিরুল ইসলাম রিপন, শামীম আহমদ, রুহুল আমিন, আমিনুল ইসলাম আমিন, শেখ রেজাউল করিম হাসান, ইসতিয়াক আহমেদ চৌধুরী পিন্টু, সুমন মনসুর চৌধুরী, হাফিজুর রহমান চৌধুরী শিপলু, সুমন ইসলাম খান, আব্দুর রকিব, সৈয়দ নাহিদ রহমান সাব্বির, সাদিকুর রহমান সোহাগ, নাইম আহমদ, মুমিনুল ইসলাম, ইবনে নুমান, রবি হাসান শুভ, জুয়েল আহমদ প্রমুখ।

২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের আত্মার মাগফেরাত ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ূ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *