গ্লোবাল ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড-২০২৩’র জন্য নির্বাচিত হয়েছেন স্কোয়াড্রন লীডার সাদরুল আহমেদ খান

মৌলভীবাজার

মুহাম্মদ আমির উদ্দিন কাশেম, জেলা প্রতিনিধি মৌলভীবাজার:-

বিশ্বের ১০০ দেশের সমন্বয়ে গঠিত গ্লোবাল ইয়ুথ পার্লামেন্টের ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড-২০২৩’ সালের জন্য উদিয়মান নেতা ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা উপ কমিটির সদস্য,স্কোয়াড্রন লীডার (অবঃ) সাদরুল আহমেদ খান। তিনি সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কুলাউড়ার উপজেলার প্রয়াত উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল লতিফ খান’র সুযোগ্য পুত্র।

গ্লোবাল ইয়ুথ পার্লামেন্ট-এ প্রোফাইল প্রকাশের পর সাদরুল আহমেদ খান বলেন,‘যখন গ্লোবাল ইয়ুথ পার্লামেন্টে আমার ইনিশিয়েটিভ জমা দেই উনারা আমার প্রোফাইলটি পৃথিবীর বিভিন্ন দেশের উদীয়মান রাজনৈতিক নেতাদের সাথে আমার প্রোফাইল প্রতিযোগিতায় নেন। জুরি বোর্ড কঠোর বিচার বিবেচনা করে আমাকে উদীয়মান রাজনৈতিক নেতা হিসেবে বিজয়ী ঘোষণা করেন। যখন ইমেইল পেলাম, আমি অবাক হয়েছিলাম যে,উনারা আমার কাজ সম্পর্কে এতটা গুরুত্ব রাখেন! আমি খুব গর্বিত বোধ করছি যে আন্তর্জাতিক একটা ফোরামে নিজের এবং দেশকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছি। সবকিছু ঠিক থাকলে আগামী ১৮ মার্চ ২০২৩ দুবাইতে অনুষ্ঠিতব্য সম্মেলনে উপস্থিত থেকে আমার পুরস্কার গ্রহণ করবো। বিশ্বের কাছে আমাদের দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে।’

এই অ্যাওয়ার্ডে নির্বাচিত হওয়া প্রসঙ্গে সাদরুল বলেন,‘বাংলাদেশ আওয়ামিলীগের সভাপতি শেখ হাসিনা সব সময় বলেন তৃণমূল কর্মীই আওয়ামী লীগের প্রাণ,আওয়ামী লীগের সক্রিয় সদস্য হয়ে আমার নিজ এলাকা কুলাউড়া উপজেলার তৃণমূল পর্যায়ে মানুষের মানোন্নয়নের গুরুত্ব আরোপ করি। আমার সামরিক বাহিনীর প্রশিক্ষণ আর জাতীয় সংসদে কাজের অভিজ্ঞতা থেকে এলাকার তৃণমূল পর্যায়ে নিজের সাধ্যমতো কাজ চালিয়ে যাই, তবে চেস্টা করেছি কাজের ধারাবাহিকতা বজায় রাখার। আর এই কাজের জন্যই আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত হয়েছি।
আমার কাজের জন্য এটা অবশ্যই একটা স্বীকৃতি,তবে সবচেয়ে বড় পাওয়া মানুষের ভালোবাসা। আর এটা সম্ভব হয়েছে আওয়ামী লীগের মতো ঐতিহ্যবাহী রাজনৈতিক দলের ছায়াতলে কাজ করতে পারায়। আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়েশা খান, এমপি আমার সব উদ্যোগে নিজ মতামত দিয়েছেন,কিছু কিছু বিষয়ে সভাপতির সম্মতিও নিয়েছেন। সব মিলিয়ে এটা ছিল একটা টিম ওয়ার্ক,তাই আমার এই প্রাপ্তিটা সকলের।’

গ্লোভাল ইয়ুথ পার্লামেন্টের অন্যতম বিবেচ্য ছিল ডিজিটাল ইনিশিয়েটিভ,এ প্রসঙ্গে সাদরুল আহমেদ খান জানান,’মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের সুফল তৃণমূল মানুষের কাছে পৌঁছে দিতে কাজ করে যাচ্ছি।কুলাউড়া উপজেলায় আমরা এ পর্যন্ত ৫৮ টি রোড শো আয়োজন করেছি। এই শো’তে প্রজেক্টরের মাধ্যমে বড় পর্দায় আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ভিডিও চিত্র ধর্ম-বর্ণ নির্বিশেষে গ্রামের হাট বাজারে,মাদ্রাসা-মন্দির প্রাঙ্গণে আমরা প্রদর্শন অব্যাহত রেখেছি। এর মাধ্যমে গ্রামের সহজ সরল মানুষেরা সঠিক তথ্য পাচ্ছেন।’

গ্লোবাল ইয়ুথ পার্লামেন্ট সাদরুল আহমেদ খান সম্পর্কে বলেছে,‘তিনি তরুণ প্রজন্মের রাজনীতিবিদ,তৃণমূলের উন্নয়ন নিয়ে গবেষণা,পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে এক জোরদার কণ্ঠ। সাদরুল এবং তাঁর দল মিলে এলাকার তৃণমূল মানুষের হৃদয়ে স্থান করে নেয়ার নেশায় রত থাকেন। প্রত্যন্ত এলাকার নারী,শিশু,ক্ষুদ্র নৃগোষ্ঠী,ধর্মপ্রাণ মানুষদের জীবন মান উন্নয়নে নতুন নতুন উদ্যোগ নেন।’ সাদরুল আহমেদ’কে মনোনীত করার জন্য জুরী বোর্ড যেসব কর্মকান্ড গুলোকে নজরে রেখেছে,সেগুলো হলো;-

১। ২১ শে ফেব্রুয়ারী কুলাউড়া ১০ কিঃ মিঃ দৌড় প্রতিযোগিতা ২০২২ আয়োজন ।
২। ৮ মার্চ শরীফপুর ইউনিয়নে নারী দিবস সম্মাননা ২০২২ আয়োজন ।
৩। ২৬ মার্চ চাতলাপুর চা বাগানে স্বাধীনতা দিবস ব্লাড ক্যাম্প ২০২২।
৪। ১৮ মার্চ শিশু দিবসে রাউৎগাঁও ইউনিয়নে শিশু দিবস চিত্রাঙ্কন প্রতিযোগিতা ২০২২ আয়োজন।
৫। ভূক্শিমইল ইউনিয়ন হাকালুকি সাঁতার প্রতিযোগিতা ২০২২ আয়োজন ।
৬। বিভিন্ন ইউনিয়নে ঈদে ইফতার বিতরণ, ঈদের কাপড় বিতরণ। পূজায় বিভিন্ন মান্ডব ও বড় দিনে গীর্জাসমূহ পরিদর্শন।
৭। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কুলাউড়া উপজেলাব্যাপী নিমগাছ রোপন।
৮। সীতাকুণ্ড ট্রাজেডিতে কর্মধা ইউনিয়নের নিহত অলিউরের পরিবারকে সহায়তা।
৯। কুলাউড়া উপজেলার বন্যা দুর্গত ইউনিয়ন সমূহে বন্যার্থ মানুষের জন্য ত্রাণ বিতরণ।
১০। কুলাউড়ার বন্যার্ত আশ্রয় কেন্দ্র সমূহে শুকনো খাবার বিতরণ, রুটি তৈরী ও বিতরণ।
১১। কুলাউড়ার বন্যার্ত আশ্রয় কেন্দ্রে নারী স্বাস্থ্য উপকরণ ও শিশু খাদ্য বিতরণ।
১২। বন্যা পরবর্তী সময়ে বন্যার্ত ইউনিয়ন সমূহে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও ঔষধ বিতরণ।
১৩। শোকার্ত আগস্ট মাসের ৫ তারিখ থেকে ক্যাপ্টেন শেখ কামালের ডিজিটাল প্রদর্শনী।
১৪। আওয়ামীলীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে ২৮ সেপ্টেম্বর থেকে কুলাউড়া উপজেলার হাট বাজারে ৫৮ টি রোডশো।
১৫। কুলাউড়া উপজেলার সকল ইউনিয়নে শীতকালীন শাক-সবজীর বীজ বিতরণ।
১৬। ৬ ও ৭ ডিসেম্বর কুলাউড়া উপজেলার শত্রুমুক্ত দিবস উপলক্ষে সবকয়টি ইউনিয়নে একযোগে পতাকা উত্তোলন,সব ইউনিয়নে উন্মুক্ত দৌড়ের মাধ্যমে বিজয় র‍্যালী,মুক্তিযোদ্ধা সম্মাননার আয়োজন ।
১৭। ১৬ ডিসেম্বর কুলাউড়া উপজেলার চা-বাগান সমূহে শিশু সমাবেশ আয়োজন।

পরিশেষে স্কোয়াড্রন লীডার (অবঃ) সাদরুল আহমেদ খান বলেন,‘এখন অনুভব করছি,দলের ও দেশের প্রতি আমার দায়িত্ব আরও বেড়ে গেল। এ ভাবমূর্তিকে অক্ষুণ্ন রাখতে আশা করি আমি ও আমার টিমের সবাই একসঙ্গে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারণ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশানুসারে তৃণমূলের উন্নয়নের জন্য দ্বিগুন উদ্যোমে কাজ চালিয়ে যাব।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *