রমজান মাসে ভেজাল পণ্য বিক্রি ও অতিরিক্ত মূল্য রা্খা বন্ধে সিলেটে অভিযান অব্যাহত রেখেছে জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর। এরই ধারাবাহিকতায় সোমবার (৩ এপ্রিল) বিকালে নগরের জিন্দাবাজারস্থ শ্যামলি মার্কেটে অভিযান চালিয়ে প্রতারণা ও ভেজাল পণ্য বিক্রির দায়ে ৪টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভোক্তা অধিকার সিলেট কার্যালয় পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সিলেটের সহকারী পরিচালক (মেট্রো) শ্যামল পুরকায়স্থ। তিনি জানান- শ্যামলি মার্কেটের পায়েল ইমিটেশন নামক দোকানকে ১০ হাজার, শিফাত ইমিটেশন জুয়েলারিকে ৮ হাজার, মুসকানকে ১০ হাজার ও শিউলী ককসমেটিকস সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ প্রতিষ্ঠানগুলোতে ঢাকার চকবাজারে তৈরি পণ্যকে বিদেশি বলে বিক্রি, ভেজাল ও নকল পণ্য এবং বিএসটিআই নিষিদ্ধপণ্য বিক্রির মাধ্যমে ভোক্তাদের সঙ্গে প্রতারণা করছে। এই অপরাধে তাদের অর্থদণ্ড দেওয়া হয়েছে।
অভিযানকালে উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সিলেটের সহকারী পরিচালক মোহাম্মদ আরিফ মিয়া, ক্যাব সদস্য তামান্না আক্তার ও ধীমান ঘোষ।
অভিযানে র্যাব-৯ এর একটি দল সহযোগিতা করে।
শেয়ার করুন