২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে হারিয়ে নিশ্চিতভাবে রাষ্ট্রক্ষমতায় আসবে বিএনপি, এমন আশাবাদ ব্যক্ত করেছেন দলটির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ও সংসদ সদস্য রুমিন ফারহানা।
শনিবার কুমিল্লার টাউন হল মাঠে বিএনপির বিভাগীয় সমাবেশে তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, ১৪ বছর অসহ্য সময় পার করেছি। আর না। টেকনাফ থেকে তেঁতুলিয়ায় সরকারবিরোধী জোয়ার উঠেছে।
প্রায় ১৬ বছর ধরে ক্ষমতার বাইরে থাকা বিএনপির এই নেত্রী আরও বলেন, ‘২০২৪ সালে আমরা ক্ষমতায় যাব। সংসদ ভেঙে দিতে হবে। ইভিএম মানি না। সারা দুনিয়ায় যখন ব্যালটে ভোট, শেখ হাসিনা কেন ইভিএমে ভোট চান বুঝি না।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে রুমিন বলেন, ১৪ বছরে দেশটারে লুট করছেন। যা যা করছেন তার হিসাব নেব। এই যে এত মানুষ সমাবেশে এসেছে, তারা ভালোবেসে এসেছে। বন্দুকের ভয় তারা পায় না।
পুলিশকে উদ্দেশ করে রুমিন বলেন, র্যাব আমাদের ভাইদের গুলি করছে। তাদের আমেরিকা নিষিদ্ধ করছে। আপনারা গুলি করবেন না, তাহলে আপনাদেরও নিষিদ্ধ করবে।
শেয়ার করুন