রাসেল আহমদ,(বিনোদন ডেস্ক):::
বাংলাদেশের চলচ্চিত্র জগতে একাধিক গান ও নাটকের মাধ্যমে জনপ্রিয় অভিনেত্রীর তালিকায় রয়েছেন গায়িকা ও অভিনেত্রী গোপালগঞ্জের কৃতি সন্তান নাবিলা খান।এ মাসেই (অক্টোবর,২০২৩ইং) দর্শক মহলে ব্যাপক সাড়া জাগানো গান “লিজা এখন নাইরে সুখে” এবং “তর আঘাতে নষ্ট হইছে আমার কলিজা” সম্পূর্ণ নতুন রুপে নতুন চমক হিসেবে দেশ বিদেশে লক্ষ লক্ষ ভক্তদের জন্য গানটি নিয়ে হাজির হলেন এই জনপ্রিয় অভিনেত্রী।
জানা যায়,গোপালগঞ্জের কমলাপুর গ্রামের সূর্য্য খানের মেয়ে নাবিলা খান।পরিবারে তিন বোনের মধ্যে ছোট মেয়ে এই অভিনেত্রী।তিনি বাল্যকাল থেকেই চলচ্চিত্র নিয়ে বেশ ভাবনা চিন্তা করতেন।সেই শৈশব থেকেই তার স্বপ্ন ছিল একজন ভালো শিল্পী হওয়া এবং জনপ্রিয় অভিনেত্রী হিসেবে গড়ে উঠা।লেখাপড়ায় খুব ভালো ও মেধাবী ছিলেন তিনি।পড়াশোনার পাশাপাশি চলাফেরার উপযোগী হলেই পরিবারের সহায়তায় শুরু করেন পার্লার ব্যবসা।তাদের নিজেদের মালিকানাধীন শুরু করেন একটি বিউটি পার্লারের দোকান।বিউটি পার্লারের মাধ্যমে কম দিনেই অর্থনৈতিকভাবে পারিবার আরও সফল হতে থাকে।তখনই পড়াশোনা ও ব্যবসার সাথে সাথে গান ও অভিনয় শিখতে বুঝতে থাকেন।সময়ের সাথে বয়স বৃদ্ধি পেল, সময় হলো চলচ্চিত্র জগতে পা রাখার।তখন জীবনের আরেকটি সফলতার লক্ষ্য নিয়ে তিনি স্বপরিবারে চলে গেলেন রাজধানী ঢাকা শহরের গাজীপুরে।সেখান থেকে ভালো সুবিধা পেয়ে বিখ্যাত মিডিয়া ক্লাবের সাথে যুক্ত হয়ে শুরু করেন মিউজিক ভিডিও ও নাটকের শুটিং।ধীরে ধীরে সুনামঅর্জন করতে থাকেন গান ও অভিনয়ের মাধ্যমে। রিলিজ হতে থাকে অভিনেত্রী নাবিলা খানের একাধিক গান ও নাটক।তিনি বিগত কয়েকবছর থেকে মিউজিক ভিডিও ও মডেলিং করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশে বিদেশে বেশ একটা পরিচিতি লাভ করেছেন।তিনি এই গান ও মডেলিং এর জন্য দেশের প্রতিটি জেলায় ভ্রমন করেছে। ইতিমধ্যেই তার হাজার হাজার দর্শনার্তি রয়েছেন।তিনি চলচ্চিত্র জগতকে ভালোবেসে গান ও নাটক করে যাচ্ছেন।এতে তার সংখ্যাঘরিষ্ঠ ভক্তরা সমর্থন করে এগিয়ে নিয়ে যাচ্ছেন। ইতিমধ্যেই তার বিভিন্ন সুনামধন্য মিডিয়া ফেডারেশনের মাধ্যমে শতাধিক গান ও নাটক পরিচালিত হয়েছে।এছাড়াও এই জনপ্রিয় অভিনেত্রী একজন দক্ষ বাইকার হিসেবে পরিচিত।তিনি বাইক চালানোর অসাধারণ কিছু দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালও হয়েছে।
গণমাধ্যমে একান্ত সাক্ষাৎকারে দর্শকদের উদ্দেশ্যে অভিনেত্রী নাবিলা খান জানান,আমি আমার শৈশব থেকেই চলচ্চিত্র জগতকে খুব ভালোবাসি,আমার দেশের সংস্কৃতির সাথে মিশে থাকতে দর্শকদের আনন্দ উপহার দিতে মিডিয়ায় সক্রিয় থাকবো।আমি বর্তমান সময়েও দর্শক,আলোচকদের আনন্দ-উদ্দীপনা গান,মিউজিক ভিডিও ও নাটকের শুটিং নিয়ে ব্যস্ততায় কাটাচ্ছি।খুব শীঘ্রই আমাদের বেশ সংখ্যক নাটক,গান রিলিজ হবে।আমি দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলতে চাই: যারা আমাকে ও আমার গান অভিনয় কে পছন্দ করেন সবাইকে আমি মন থেকে ভালোবাসি।
তিনি আরও জানান,আমার সকল দর্শক শ্রোতাদের উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আমার শৈশবের স্বপ্নকে বাস্তবায়ন করতে পারছি এটাই আমার সফলতা।দর্শক ও সমর্থক ছাড়া কখনো এগিয়ে যাওয়া সম্ভব নয়।তাই যারা আমাকে সহযোগিতা করেছেন আমি সকলের কাছে চিরকৃতজ্ঞ।
পরিশেষে তিনি সকলের সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
শেয়ার করুন