শেখ রাসেল
বাগেরহাট জেলা প্রতিনিধি
বিগত ২০২১ সালের পর ১১ জানুয়ারি, ২০২৩ ইং তারিখে চাঁদপুর জেলার সাচার ও হাজীগঞ্জ উপজেলার ২টি ভিন্ন মিনি চিড়িয়াখানায় বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক মহোদয়ের নির্দেশে অভিযান পরিচালনা করে বিভিন্ন বন্যপ্রাণী জব্দ পূর্বক উদ্ধার করে তাদের একটি টিম।
হাজীগঞ্জ উপজেলাস্থ কাঠালি চিলড্রেন পার্ক ও কাবাব হাউজ হতে ৭ প্রজাতির ২৬ টি বন্যপ্রাণী (১ টি মেটে মাথা ঈগল, ০৪ টি বানর, ০১ টি শিয়াল, ৬ টি পাতি সরালি, ০৩ টি কালিম, ৮ টি ঘুঘু, ১ টি শংখচিল, ২ টি ডাহুক) এবং সাচার উপজেলার এ.পি (এশা-প্রিতুল) কমপ্লেক্স ও পার্ক থেকে অবৈধভাবে রাখা ৩৩ টি বন্যপ্রাণী (০১’টি অজগর সাপ, ০৫ টি বানর ও ০১ টি ঘুঘু, ১০ টি টিয়া, ০২ টি হিরামন টিয়া, ১৪ টি মুনিয়া) সহ মোট ৫৯ টি বন্যপ্রাণী জব্দ পূর্বক উদ্ধার করা হয়।
বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের হস্তক্ষেপে গত ৩ এপ্রিল অজগর ও বানরের যত্ন না নেয়া এবং বন্যপ্রাণী সংরক্ষণে কোনো ধরনের লাইসেন্স না থাকায় ৫ ষ্টার শিশুপার্ক, চাদপুরমালিক পক্ষকে ভ্রাম্যমাণ আদালতে, উপজেলা নির্বাহী কর্মকর্তা, চাদপুর সদর কর্তৃক ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
বিগত সময় চাদপুরের ফাইভস্টার পার্ক ও চিড়িয়াখানা এবং কৃতিকুন্থ তিয়া পার্ক, চাদপুর এর অভিযানের প্রেক্ষিতে বন্যপ্রাণী আইন সম্পর্কে জানতে পেরে স্ব প্রনোদিত হয়ে এই ২ পার্ক কর্তৃপক্ষ আজ এসকল বন্যপ্রাণী স্বেচ্ছায় হস্তান্তর করেন এবং এতে করে চাদপুর জেলা বন্যপ্রাণীদের মিনি চিড়িয়াখানা নামক টর্চার সেল মুক্ত হলো।
শেয়ার করুন