চাঁদাবাজদের বিরুদ্ধে আরেকটি গণঅভ্যুত্থান ঘটানো হবে: চরমোনাই পীর

জাতীয়

চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ক্ষমতায় যাওয়ার জন্য যারা চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দখল বাণিজ্যে লিপ্ত তাদের প্রতিহত করতে হলে প্রয়োজনে আবারও গণঅভ্যুত্থান ঘটানো হবে।

মঙ্গলবার দুপুর বায়তুল মোকাররমের উত্তর গেটে ঢাকা উত্তর ও দক্ষিণের আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

রেজাউল করীম বলেন, দেশে সুশাসন ও জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পিআর পদ্ধতিতে নির্বাচন করতে হবে। এই পদ্ধতির মাধ্যমে একটি জাতীয় সরকার গঠন করতে হবে।

চরমোনাই পীর বলেন, আমাদের আন্দোলন চলবে এই পিআর ভিত্তিক নির্বাচনী ব্যবস্থার দাবিতে। ক্ষমতার লোভে যারা দেশকে লুটপাটের হাতিয়ারে পরিণত করেছে, তাদের রুখতেই হবে।

ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইমতিয়াজ আলমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন দলটির কেন্দ্রীয় ও মহানগরের নেতারা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *