অবশেষে স্বস্তি ফিরেছে ব্রাজিল দলে। প্রথম ম্যাচে কোস্টারিকার বিপক্ষে অপ্রত্যাশিত গোলশূন্য ড্র দিয়ে কোপা আমেরিকার শিরোপা পুনরুদ্ধারের মিশন শুরু করেছিল ব্রাজিল। সে ম্যাচে ১৯ শট নিয়ে গোলের দেখা পাননি ভিনিসিয়ুস-রদ্রিগোরা। স্ট্রাইকারদের অফফর্ম দুশ্চিন্তা বাড়াচ্ছিল ব্রাজিল সমর্থকদের।
তবে প্যারাগুয়ের বিপক্ষে ছন্দে ফেরার আভাস দিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। রেয়াল মাদ্রিদের দুর্দান্ত ফর্মে থাকা ভিনিসিয়ুসের দেখা মিলেছে জাতীয় দলের জার্সিতেও। মাদ্রিদ স্ট্রাইকারের জোড়া গোলে ৪-১ গোলের বড় জয় পেয়েছে সেলেসাওরা। কিন্তু এরপরও টেনশান পুরোপুরি দূর হয়নি ব্রাজিলের।
একই গ্রুপের অন্য ম্যাচে কোস্টারিকার বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছে কলম্বিয়া। মনে প্রশ্ন জাগতে পারে, কলম্বিয়ার জয় কীভাবে ব্রাজিলের মাথাব্যথার কারণ হতে পারে? উত্তরটা খুব সহজ। দুই ম্যাচে এক জয়-এক ড্রতে ব্রাজিলের পয়েন্ট বর্তমানে ৪। অন্যদিকে কলম্বিয়া দুটি ম্যাচেই জিতে ৬ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপের শীর্ষে। অর্থাৎ বর্তমান অবস্থায় গ্রুপের দ্বিতীয় স্থানে দরিফাউ জুনিয়রের দল।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল-কলম্বিয়া। সে ম্যাচে যদি ব্রাজিল জিততে না পরে, তাহলে পরের রাউন্ডে যাবে রানার্সআপ হয়ে। সেক্ষেত্রে কোয়ার্টার ফাইনালে সেলেসাওদের লড়তে হবে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়নদের বিপক্ষে।
‘সি’ গ্রুপের ম্যাচে টানা দুই জয়ে শীর্ষস্থান কার্যত নিশ্চিত করেছে উরুগুয়ে। অর্থাৎ শেষ আটেই মুখোমুখি হবে ব্রাজিল-উরুগুয়ে। সাম্প্রতিক ফর্ম বিবেচনায় উরুগুয়ে দুর্দান্ত ফর্মে আছে। গত অক্টোবরে শেষবারের মুখোমুখি দেখাতেও ২-০ ব্যবধানের জয় পেয়েছিল লুইস সুয়ারেস-দারউইন নুনিয়েসরা।
তাই ব্রাজিল যে কোয়ার্টারে উরুগুয়েকে প্রতিপক্ষ হিসেবে চাইবে না, এটা নিয়ে কোনো সন্দেহ নেই।
শেয়ার করুন