চার দফা দাবিতে যশোর পৌরসভা অবরোধ

জাতীয়

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ

পানি সরবরাহ, রাস্তা ও ড্রেন সংস্কার এবং কেন্দ্রীয় বাস টার্মিনালের সাথে সড়ক যুক্ত করার দাবিতে বেজপাড়া – শংকরপুর এলাকার জনগণ আধাঘন্টা ব্যাপি যশোর পৌরসভা অবরোধ করে।
আজ বুধবার ( ৩ মে) সকালে বৈরী আবহাওয়া উপেক্ষা করে সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে এ অবরোধ কর্মসূচি পালন করে।

আনিসুজ্জামান লিটিলের সভাপতিত্বে অনুষ্ঠিত অবোধ কর্মসূচিতে বক্তব্য রাখেন,জিল্লুর রহমান ভিটু, তসলিম উর রহমান সাবেক কমিশনার মফিজুর রহমান হিমু, শুকুর আলী, সাঈদ নাসির আহম্মেদ সেফার্ড,ডাঃ আবুল হোসেন, কামাল হাসান পলাশ, সাইদুর রহমান রনি,রফিকুল ইসলাম, ফারুক হোসেন, রোজিনা প্রমূখ।

এলাকাবাসী ৪দফা দাবিতে দায়িত্বপ্রাপ্ত প্যানেল মেয়র মকসিদুল বারী অপুর নিকট স্মারক লিপি প্রদান করেন।

স্মারক লিপিতে আগামী ২৩ শে মের ভিতর পানি সরবরাহের দাবি জানানো হয় এবং এই সময়ের ভিতর পানি সরবরাহ করতে ব্যার্থ হলে পানির বিল বন্ধের আল্টিমেটাম দেওয়া হয় এবং চলতি অর্থ বছরের মধ্যে রাস্তা ও ড্রেন সংস্কার না করলে পৌরকর বন্ধের হুমকি দেওয়া হয়।
উল্লেখ্য জনগণের দাবির মুখে আগামী সোমবার (৮ মে) বৈঠকে বসার আগ্রহ প্রকাশ করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *