চা শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে মাধবপুরে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ

হবিগঞ্জ

রিংকু দেবনাথ
মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধিঃ

চা শ্রমিকদের মজুরি ৩ শ টাকা বৃদ্ধি করার দাবীতে হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে চা শ্রমিকরা। বৃহস্পতিবার(১৮ আগষ্ট) দুপুরে
তেলিয়াপাড়া, সুরমা, নোয়াপাড়া সহ ৫ টি চা বাগানের শ্রমিকরা ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে মহাসড়ক অবরোধ করে।প্রায় ১ ঘন্টা ব্যাপি তারা মহাসড়ক অবরোধ করে রাখে। এতে মহাসড়কে দু পাশে
শত শত গন পরিবহন আটকা পড়ে। খবর পেয়ে হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার মহসিন আল মুরাদ, থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক সহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। বিক্ষোভ শেষে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন
শাহজাহানপুর ইউনিয়নের চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী,আওয়ামীলীগ নেতা
বাবুল হোসেন খান, লস্করপুর ভ্যালির সভাপতি রবীন্দ্র গৌড়, তেলিয়াপাড়া
পঞ্চায়েত কমিটির সভাপতি খোকন পান তাতি, সাধারন সম্পাদক লালন , প্রদিপ কৌরি সহ অনেকেই। পরে মাধবপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন চা শ্রমিকদের দাবি গুলো প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরার আশ্বাস দিলে চা
শ্রমিকরা শান্ত হয় এবং মহাসড়ক থেকে অবরোধ তুলে নেয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *