চিলা ইউনিয়নে আন্তঃধর্মীয় সম্প্রীতি সমাবেশ

জাতীয়

 

শেখ রাসেল
বাগেরহাট জেলা প্রতিনিধি

উপজেলা প্রশাসন ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ’র ব্রেভ প্রকল্পের আয়োজনে ২৩ সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৪ টায় চিলা ইউনিয়নের বৈদ্যমারী বাজারে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার।
সম্প্রীতি সমাবেশে সভাপতিত্ব করেন চিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী আকবর হোসেন। সমাবেশে আরো বক্তব্য রাখেন চিলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মিহির ভান্ডারী, সাধারন সম্পাদক নজরুল ইসলাম হাওলাদার, ইউপি সদস্য শান্ত ডাকুয়া, ব্রেভ প্রকল্পের ইয়ুথ দলনেতা শিবু ভান্ডারী, ইয়ুথ অঞ্জন বিশ্বাস, কলতলা বাসন্তী মন্দিরের পুরোহিত পরেশ চন্দ্র ব্যানার্জী, গিলার খালকুল জামে মসজিদের ইমাম ফিরোজ শেখ, বৈদ্যমারী জামে মসজিদের ইমাম আব্দুল করিম মুছল্লী, মোংলা থানার এসআই মো. আলাউদ্দিন বিশ্বাস, দি হাঙ্গার প্রোজেক্ট বাংলাদেশ’র ব্রেভ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী কাজী মিজানুর রহমান। এসময় ইউনিয়ন পর্যায়ের সকল রাজনৈতিক, ধর্মীয় ও স্থানীয় সুশিল সমাজ প্রতিনিধি উপস্থিত ছিলেন। প্রধান অতিথীর বক্তব্যে মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার বলেন – মোংলার মানুষ সম্প্রীতি চায়। সেই ধারাবাহিকতায় বরাবরের মত চিলা ইউনিয়নেও সম্প্রীতি বজায় থাকবে। মোংলায় আপনাদের মাধ্যমে সম্প্রীতির যে উদাহরন সৃষ্টি হয়েছে তা প্রশংসনীয়। সমাবেশের সভাপতি গাজী আকবর হোসেন বলেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ সামাজিক সম্প্রীতি গড়ে তোলার জন্য যে উদ্যোগ নিয়ে কাজ করেছেন তা প্রশংসনীয়। আমাদের চিলা ইউনিয়নে সম্প্রীতি বজায় আছে, সেটি অব্যাগত থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *