চুনারুঘাটের টিকটকার ইব্রাহিম-মুক্তার বি রু দ্ধে আদালতে মা ম লা

হবিগঞ্জ

ধর্মীয় অনুভূতিতে আঘাত ও পবিত্র কোরআনের সুরাকে বিকৃত করায় হবিগঞ্জের চুনারুঘাটের বিতর্কিত টিকটকার ইব্রাহিম মুক্তা স্বামী-স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।  মঙ্গলবার হবিগঞ্জ আদালত মামলাটি দায়ের করেন এডভোকেট সেলিম আহমেদ।

আদালত মামলাটি আমলে নিয়ে এফ আই আর এর আদেশ দিয়েছে।  মামলায় আসামি করা হয় চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের ছয়শ্রী গ্রামের ইসমাইল মিয়ার পুত্র টিকটকার ইব্রাহিম মিয়া (৩৫) ও তার স্ত্রী মুক্তা আক্তার (৩০) কে।

মামলার বিবরণে জানা যায়,সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তাদের একটি টিকটক শেয়ার করেছেন অনেকে।  টিকটকটিতে সুরা ফাতেহাকে নিয়ে ব্যঙ্গ করা হয়েছে। এই টিকটকার মানুষের ধর্মানুভূতিতে আঘাত  হেনেছে বলে মনে করা হচ্ছে।

টিকটকটিতে  দেখা যায়, ইব্রাহিম নামাজে যাচ্ছিল, এ সময় মুক্তা বারান্দার সিড়িতে বসে থালায় চাউল খুটছিল। ইব্রাহিমের ধাক্কায় থালা পড়ে গেলে মুক্তা ব্যঙ্গ করার স্বরে বলে উঠে মালিকী ইয়ামুদ্দিন’, জবাবে ইব্রাহিম বলছে ইয়্যাকা না’বুদু অইয়্যাকা নাস্তাঈন।” আমি নামাজ পড়তে যাই। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে হাসির রুল পড়ে।

বিষয়টি  যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে চুনারুঘাটসহ সারা জেলা জুড়ে নিন্দার ঝড় উঠে। অনেক ধর্মপ্রাণ মুসল্লিরা তাদের গ্রেফতারের দাবি জানান। মুক্তা আক্তার ওরফে পাঙ্গাস মুক্তা আর ইব্রাহিম চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের ইকরতলি গ্রামের বাসিন্দা। তাদের পূর্ববাড়ি আহম্মদাবাদ ইউনিয়নের দক্ষিণ ছয়শ্রী গ্রামে। এক সময় ইব্রাহিম কাঠমিস্ত্রির কাজ করতো বলে স্থানীয়রা জানিয়েছেন।

এদিকে বিষয়টি সাংবাদিক কাজী সুজন ও মাওলানা শুয়াইবী গত রবিবার চুনারুঘাট থাকাকে জানালে  তাদের ধরতে কয়েক দফা অভিযান চালালেও পুলিশ তাদের গ্রেফতার করতে পারেনি।তারা ঘরে তালা ঝুলিয়ে পালিয়ে যায়।

মামলার বাদী আইনজীবী সেলিম আহমেদ বলেন, মুসলমান হিসেবে সকলের  ধর্মানুভূতিতে আঘাত আনা হয়েছে। তাদের শাস্তির দাবিতে মামলা করা হয়েছে। এতে তিনি আশাবাদী তিনি ন্যায় বিচার পাবেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *