হবিগন্জ প্রতিনিধিঃ
চুনারুঘাটে চা শ্রমিকদের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্সে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে চন্ডীছড়া ক্লাব মাঠে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
এতে গণভবন প্রান্ত থেকে সরাসরি যুক্ত হয়ে চা শ্রমিকদের সাথে প্রধানমন্ত্রী মতবিনিময় করেন। চন্ডীছড়া মাঠ প্রাঙ্গণে উপস্থিত ছিলেন হবিগঞ্জ -১, ২, ৩, ৪ আসনের সংসদ সদস্যবৃন্দ৷ জেলা প্রশাসক ইশরাত জাহান, পুলিশ সুপার এস এম মুরাদ আলি, জেলা আওয়ামীলীগ ও উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ সহ বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও চা শ্রমিকেরা।
প্রধানমন্ত্রী চুনারুঘাট ছাড়াও আরও তিনটি চা বাগানের চা শ্রমিকদের সাথে ভিডিও কনফারেন্সে মতবিনিময় করেন।
শেয়ার করুন