হবিগঞ্জের চুনারুঘাটে বিষধর সাপের কামড়ে সালাউদ্দীন (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
কিশোর সালাউদ্দীন উপজেলার ৯ নম্বর রাণীগাঁও ইউপির বড়জুষ গ্রামের আব্দুল হান্নানের পুত্র।
জানা গেছে, শনিবার (১৭ জুন) বিকাল সাড়ে ৪টায় সালাউদ্দীন বাড়ির পাশ্ববর্তী জমিতে মাছ ধরতে গেলে বিষধর সাপ তাকে কামড় দেয়। তাৎক্ষণিক স্থানীয় লোকজন সালাউদ্দীনকে উদ্ধার করে চুনারুঘাট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. মোজাম্মেল হোসেন।
শেয়ার করুন