সিলেটে চুরি হওয়া ৪ টি সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার মধ্যরাতে নগরের কলবাখানি ও মজুমদারি এলাকায় অভিযান চালিয়ে এ অটোরিকশাগুলো উদ্ধার করে এয়ারপোর্ট থানা পুলিশ।
পিলিশ জানায়, শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে এয়ারপোর্ট থানাধীন কলবাখানী চাষনীপীর রোডের সমছু ভিলার জালাল মিয়ার ভাড়া বাসা হতে ২টি নম্বরবিহীন সিএনজি অটোরিক্সা উদ্ধার করা হয়। এসময় জালাল মিয়া (৩০) কে গ্রেপ্তার করে পুলিশ।
এরপর তার দেওয়া তথ্যের ভিত্তিতে মজুমদারী এলাকার আজমল আলীর গাড়ি মেরামত করার ওয়ার্কশপে থেকে ২টি নম্বরবিহীন সিএনজি অটোরিক্সা উদ্ধার কর করা হয়। প
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, গ্রেপ্তার হওয়া আসামি জিজ্ঞাসাবাদে জানান, তিনিসহ আরও ৪/৫ জন চোরাইকৃত অটোরিক্সা ক্রয়-বিক্রয় করে থাকেন।
শেয়ার করুন