তানজিল হোসেন, গোয়াইনঘাটঃ
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদ (ইউপি) এর নির্বাচন উপলক্ষে গত মঙ্গলবার (৪ অক্টোবর) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রার্থীদের চূড়ান্ত মনোনয়ন তালিকা প্রকাশ করা হয়। চূড়ান্ত মনোনয়ন তালিকা প্রকাশের একদিনের মাথায় উপজেলার ২ নং পশ্চিম জাফলং ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নজরুল ইসলামের প্রার্থীতা পরিবর্তন করে বর্তমান চেয়ারম্যান আবদুস সালামকে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ।
আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত এক চিঠিতে প্রার্থীতা বাতিলের বিষয়টি নিশ্চিত করা হয়। মঙ্গলবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উল্লেখ্য, গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং, মধ্য জাফলং, পূর্ব জাফলং ও গোয়াইনঘাট সদর ইউপির মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন আগামীকাল বুধবার এবং ভোট গ্রহণ আগামী ২ নভেম্বর ইভিএম পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।
শেয়ার করুন