চেয়ারপার্সনের উপদেষ্টা লুনার গাড়িতে হামলা: বিএনপির নিন্দা

সিলেট

সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে পুলিশের উপস্থিতিতে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনার গাড়িতে আওয়ামী লীগের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা এবং মহানগর বিএনপি।

জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালি পংকী, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী ও সিলেট মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী এক বিবৃতিতে এই নিন্দা জানান।

মঙ্গলবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, পুরো সিলেটজুড়ে যখন আগামী ১৯ নভেম্বরের গণসমাবেশ নিয়ে প্রচার প্রচারণা চলছে। সিলেটবাসী যখন বিএনপির সমাবেশে একাত্মতা পোষন করেছে এমন সময়ে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনার গাড়িতে আওয়ামী সন্ত্রাসীদের বর্বরোচিত হামলার ঘটনা তাদের ফ্যাসিবাদী চরিত্রের বহিঃপ্রকাশ।

বিএনপি নেতৃবৃন্দ দলী সকল নেতাকর্মীকে এসব নির্যাতন এবং সন্ত্রাসের বিরুদ্ধে আগামী ১৯ নভেম্বরের সমাবেশের মাধ্যমে এই সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ জানানোর আহবান জানান।

জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ অভিলম্বে এই হামলার সাথে জড়িত আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।

এদিকে অপর এক বিবৃতিতে নেতৃবৃন্দ বিয়ানীবাজার উপজেলায় বিএনপির কর্মসূচিত আওয়ামী লীগের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এসব হামলার পাশাপশি বিএনপির কর্মসূচি থেকে বিয়ানীবাজার উপজেলায় এক জন, কানাইঘাট উপজেলায় এক জন এবং ওসমানীনগর উপজেলায় দুই জন নেতাকর্মীকে গ্রেপ্তারের তীব্র ও প্রতিবাদ জানান। তারা অভিলম্বে গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবি জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *