চেয়ারম্যান পদে আ’লীগের মনোনয়ন জমা দিলেন ভিপি শামীম

সিলেট

আসন্ন ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের (নৌকা প্রতীক) প্রার্থী ও সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি।

বুধবার (৬ অক্টোবর) দুপুর ওসমানী নগর উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মো.আবু লায়েশ দুলাল কাছে মনোনয়নপত্র জমা দেন।

এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা.শাকির আহমদ শাহিন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সভাপতি আবদাল মিয়া চেয়ারম্যান, যুগ্ম-সাধারণ সম্পাদক ও তাজপুর ইউনিয়নের চেয়ারম্যান অরুনোদয় পাল ঝলক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি চঞ্চল পালসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *