চ্যাম্পিয়ন্স ট্রফির আগে হারিসের ইনজুরি, কতটা ঝুঁকিতে পাকিস্তান

খেলাধুলা

খেলতে নেমেছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি সিরিজে। কিন্তু সেখানে নেমেই ইনজুরিতে পড়েছেন পাকিস্তানের পেসার হারিস রউফ। দলের হার ছাপিয়ে এই মুহূর্তে পাকিস্তানের বড় দুশ্চিন্তার নাম হয়ে উঠেছেন হারিস। ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে বোলিং করতে গিয়ে ইনজুরিতে পড়েন এই পেস

পাকিস্তানের বোলিং ইনিংসে নিজের সপ্তম ওভারের দ্বিতীয় বলের পর মাঠ ছাড়েন হারিস। পরে পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) জানায়, তিনি ‘বাম পাশে বুক ও পেটের পেশিতে তীব্র ব্যথা’ অনুভব করেছিলেন। প্রাথমিক পরীক্ষার পর জানা যায়, পরীক্ষিত এই ফাস্ট বোলার “লোয়ার গ্রেড সাইড স্ট্রেইন” এর ইনজুরিতে পড়েছেন। একইসঙ্গে নিশ্চিত করা হয়, পাকিস্তানের ইনিংসের সময় তিনি ব্যাট করতে নামবেন না।

চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর মাত্র ১১ দিন আগে এমন এক ইনজুরি নিশ্চিতভাবে পাকিস্তানের জন্য বড় এক ধাক্কা। শাহিন আফ্রিফি এবং নাসিম শাহকে নিয়ে ম্যান ইন গ্রিনদের পেস বোলিং বিভাগের পূর্ণতা দিয়েছিলেন হারিস। গতি এবং পুরাতন বলে সুইং দক্ষতা হারিসকে সাম্প্রতিক সময়ে করেছে পাকিস্তান স্কোয়াডের অবিচ্ছেদ্য অংশ। তবে লোয়ার গ্রেডের এই ইনজুরির কারণে তার চ্যাম্পিয়ন্স ট্রফিই এখন অনেকটা অনিশ্চিত।

সাধারণত লোয়ার গ্রেড সাইড স্ট্রেইনের জন্য একজন খেলোয়াড়ের ২ থেকে ৩ সপ্তাহ মাঠের বাইরে থাকেন। মাঝারি গ্রেডের ক্ষেত্রে সেটা ৪ থেকে ৬ সপ্তাহ পর্যন্ত যেতে পারে। হারিস রউফের ইনজুরি যদি লোয়ার গ্রেডের হয়ে থাকে, তবে সেক্ষেত্রেও চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুর কিছু অংশ মিস করতে পারেন তিনি।

চ্যাম্পিয়ন্স  ট্রফির টুর্নামেন্ট শুরু হবে ফেব্রুয়ারি ১৯ তারিখে। করাচিতে উদ্বোধনী ম্যাচে পাকিস্তান ও নিউজিল্যান্ড মুখোমুখি হবে। ২৩ তারিখে আছে ভারতের বিপক্ষে মহা গুরুত্বপূর্ণ ম্যাচ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *