চ্যাম্পিয়ন্স লিগ ২০২৩-২৪ মৌসুমের কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল ড্র অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার অনুষ্ঠিত ড্রতে ১৪ বারের রেকর্ড চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি।
ছয়বারের শিরোপাজয়ী বায়ার্ন মিউনিখ কোয়ার্টার ফাইনালে মাঠে নামবে আর্সেনালের বিপক্ষে।
বরুশিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হবে তিনবারের রানার্সআপ অ্যাতলেতিকো মাদ্রিদ।
শেষ আটে পাঁচবারের চ্যাম্পিয়ন বার্সেলোনার মোকাবেলা করবে পিএসজি।
কোয়ার্টার ফাইনালে অ্যাতলেতিকো মাদ্রিদ-বরুসিয়া ডর্টমুন্ড ম্যাচের জয়ী দল খেলবে সেমিতে মুখোমুখি হবে বার্সেলোনা-পিএসজি ম্যাচের জয়ী দলের বিপক্ষে।
অন্যদিকে আর্সেনাল-বায়ার্ন ম্যাচের জয়ী দল খেলবে রিয়াল-সিটি ম্যাচের জয়ী দলের বিপক্ষে।
আগামী ৯ ও ১০ এপ্রিল হবে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ। একই মাসের ১৬ ও ১৭ এপ্রিল মাঠে গড়াবে ফিরতি লেগ।
সেমিফাইনালে প্রথম লেগ ৩০ এপ্রিল ও ১ মে। ফিরতি লেগ ৭ ও ৮ মে।
লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ফাইনাল হবে জুন ১ জুন।
শেয়ার করুন