সেলিম মাহবুব,ছাতকঃ
ছাতকস্থ লাফার্জ হোলসিম কর্তৃক অবৈধ ক্রাশিং চুনাপাথর খোলাবাজারে বিক্রি বন্ধে এবং বৃহত্তর সিলেট অঞ্চলের ঐতিহ্যবাহী চুনাপাথর ব্যবসা ও ব্যবসায়ীদের রক্ষার দাবীতে প্রধানমন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে। সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করেন ছাতক ব্যবসায়ী-শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ। শিল্প আইন ও প্রতিষ্ঠাকালীন চুক্তি লংঘন করে লাফার্জ হোলসিম অবৈধভাবে ক্রাশিং চুনাপাথর উৎপাদন ও খোলাবাজারে বিক্রি করার ফলে এখানের ব্যবসায়ী ও শ্রমিকের অফুরন্ত ক্ষতির বিষয়টি স্মারকলিপিতে উল্লেখ করা হয়। স্মারকলিপিতে বলা হয়, লাফার্জ সিমেন্ট কারখানা সিমেন্টের কাঁচামাল হিসেবে নুন্যতম ভ্যাট-টেক্স দিয়ে কনভেয়ার বেল্টের মাধ্যমে চুনাপাথর আমদানী করে থাকে। কনভেয়ার বেল্টের মাধ্যমে তাদের আমদানীকৃত চুনাপাথরের সঠিক হিসেব নিয়েও রয়েছে লুকোচুরী। এ ক্ষেত্রে লক্ষ-লক্ষ টাকা রাজস্ব এবং কাষ্টম কর্মকর্তাদের ফাঁকি দিয়ে কনভেয়ার বেল্টের মাধ্যমে নিয়মিত চুনাপাথর নিয়ে আসছে মুল প্লান্টের ভেতরে। যেখানে তাদের অনুমতি ছাড়া কেহই প্রবেশ করতে পারেনা। যে কারনে সহজেই বিপুল পরিমান রাজস্ব ফাঁকি দিয়ে চুনাপাথর আমদানী করছে লাফার্জ। তাদের আমদানীকৃত এসব চুনাপাথরের শতকরা ২৫ভাগ সিমেন্ট ও ক্লিংকার কাজে ব্যবহার করে অধিক মুনাফার জন্য বাকী শতকরা অবৈধ ভাবে ৭৫ ভাগ চুনাপাথর ক্রাশিং করে খোলাবাজারে বিক্রি করে আসছে। পক্ষান্তরে ছাতকসহ ৮টি শুল্ক ষ্টেশনের মাধ্যমে বানিজ্যিক হারে ভ্যাট-টেক্স দিয়ে আমদানী করা চুনাপাথর বিক্রির ক্ষেত্রে প্রতিযোগিতার বাজারে ছিটকে পড়ছে ব্যবসায়ীরা। ফলে অনেক ব্যবসায়ী ঋণ গ্রস্থ হয়ে ব্যবসা গুটিয়ে নিয়েছেন। আবার ঋণ পরিশোধে ব্যর্থ হওয়ায় ব্যাংকের মামলায় জেল কাটতে হচ্ছে অনেককেই। লাফার্জ হোলসিমের বেপরোয়া অবৈধ কার্যক্রমের কারনে এখানের লক্ষাধিক ব্যবসায়ী ও শ্রমিক পড়েছে হুমকির মুখে। একদিকে ব্যবসায়ী-শ্রমিকের রুটি-রুজি পথ কেড়ে নিচ্ছে লাফার্জ অন্যদিকে ছাতক ও দোয়ারার ফসলী জমির মাটি গিলে খাচ্ছে এই সর্বনাশী কোম্পানি। ফলে স্বাভাবিক পরিবেশ নষ্টের পাশাপাশি ফসলী জমিকে খুঁড়ে খুঁড়ে খেয়ে বিরানভুমিতে পরিনত করে যাচ্ছে। এ অঞ্চলের বৃহত্তর ৩০টি ব্যবসায়ী সংগঠন ও লক্ষাধিক শ্রমিকের স্বার্থ রক্ষায় লাফার্জ হোলসিমের অবৈধ কার্যক্রম বন্ধসহ আইনী ব্যবস্থা নেয়ার দাবী জানানো হয় স্মারকলিপিতে। এসময় ছাতক ব্যবসায়ী-শ্রমিক ঐক্য পরিষদের আহবায়ক, ছাতক লাইমষ্টোন ইম্পোটার্স এন্ড সাপ্লায়ার্স গ্রুপের প্রেসিডেন্ট, সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক আহমদ শাখাওয়াত সেলিম চৌধুরী, সাবেক পৌর মেয়র আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু, ব্যবসায়ী সৈয়দ আহমদ, ছাতক পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি ফজলু মিয়া চৌধুরী, ব্যবসায়ী-শ্রমিক ঐক্য পরিষদের সদস্য সচিব হাজী আবুল হাসান, ছাতক লাইমষ্টোন ইম্পোটার্স এন্ড সাপ্লায়ার্স গ্রুপের জেনারেল সেক্রেটারী অরুন দাস, ছাতক পাথর ব্যবসায়ী সমবায় সমিতির সাধারন সম্পাদক শামছু মিয়া প্রমূখ উপস্থিত ছিলেন।
শেয়ার করুন