স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের ছাতকে এখলিম নগর হাফিজিয়া ইবতেদায়ী মাদরাসার লতিফিয়া ছাত্র সংসদের ২০২৪-২০২৫ সেশনের কমিটি গঠন করা হয়েছে।
রবিবার (২১ অক্টোবর) সকাল ১১ ঘটিকায় ছাত্র সংসদের সভাপতি ও প্রধান শিক্ষক মাওলানা মুহাম্মদ বদরুল ইসলাম সাহেব এ কমিটি ঘোষণা করেন।
এসময় উপস্থিত ছিলেন মাদরাসার হিফজ বিভাগের প্রধান হাফিজ জাকির হোসেন।
এতে সর্বসম্মতিক্রমে হাফিজুর রহমানকে ভিপি, সাইদুর রহমানকে জিএস এবং পাবেল আহমদকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ২৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বশীল হলেন- যুগ্ন সাধারণ সম্পাদক কাওছার আহমদ জাহেদ (হিফজ শাখা), সহ সাধারণ সম্পাদক নাহিদ আহমদ(ইবঃ পঞ্চম শ্রেণি), সহ সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ (হিফজ শাখা), অর্থ সম্পাদক হাবিবুর রহমান তাহের (হিফজ শাখা ), প্রচার সম্পাদক আবু ছালেহ (হিফজ শাখা), সহ প্রচার ছালিক আহমদ (ইবঃ পঞ্চম শ্রেণি), প্রশিক্ষণ সম্পাদক ইমরান আহমদ (হিফজ শাখা), সহ প্রশিক্ষণ সম্পাদক রুমেল আহমদ (ইবঃ পঞ্চম শ্রেণি), সেমিনার সম্পাদক উসমান গণি (হিফজ শাখা), সহ সেমিনার সম্পাদক ছালিক আহমদ (ইবঃপঞ্চম শ্রেণি ), অফিস সম্পাদক আলীম উদ্দিন(হিফজ শাখা ), সহ অফিস সম্পাদক সালমান আহমদ (হিফজ শাখা), পাঠাগার সম্পাদক সালেহ আহমদ (ইবঃপঞ্চম শ্রেণি), সহ পাঠাগার সম্পাদক তাওহিদ আহমদ (ইবঃ পঞ্চম শ্রেণি), ইবতেদায়ি সম্পাদক জাওয়াদ হাসান (পঞ্চম শ্রেণি)।
শ্রেণি প্রতিনিধি -সোরাইয়া আক্তার ইমা (৫ম), ফারিহা বেগম (৪র্থ), ইহান আহমদ(৩য়),আবিদা ইসলাম জুই (২য়) তাইবা বেগম (১ম)।