ছাতক প্রতিনিধিঃ
শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৯৭৫ তম ব্যাচের শিক্ষার্থীদের পক্ষ থেকে ছাতকে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ধান বীজ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের চেচানস্থ হাজি লাল মিয়া ষ্ট্রীট থেকে ৫০ জন কৃষকের হাতে উফশী আমন ধানের বীজ তুলে দেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুনামগঞ্জের উপ-পরিচালক বিমল চন্দ্র সোম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোশাররফ হোসেন ও উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান কৃষকদের হাতে এসব ধান বীজ তুলে দেন। এসময় ফারুক আহমদ, নারায়ণ বিশ্বাস আশরাফুল আলম,নবী হোসেন, মিল্লাত হোসেনসহ উপসহকারী কৃষি কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। ##
শেয়ার করুন