সেলিম মাহবুব,ছাতকঃ
ছাতকে ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার জাউয়া বাজারে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার(ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইসলাম উদ্দিন। জাউয়া বাজার বোকা নদীর তীর সংলগ্ন সরকারী ভুমিতে অবৈধভাবে গড়ে উঠা ৪টি স্থাপনা ভেঙ্গে সরকারী ভুমি দখলমুক্ত করা হয়। দীর্ঘদিন ধরে চরমহল্লা ইউনিয়নের জলালীচর গ্রামের মৃত ফজল মিয়ার পুত্র আফতাব মিয়া, একই গ্রামের জিতু মিয়া, চরগোবিন্দ গ্রামের সাঞ্জব আলীর পুত্র আসলম উদ্দিন ও ছনুয়া গ্রামের মৃত উস্তার আলীর পুত্র হারিছ আলী জাউয়া বোকা নদীর তীর সংলগ্ন সরকারী ভুমি দখলে নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। সরকারী ভুমিতে আধাপাকা স্থাপনা নির্মাণ করে সরকারী ভুমি অবৈধভাবে দখল করে রাখেন। উচ্ছেন অভিযানে জাউয়া ইউপি চেয়ারম্যান আব্দুল হক, পুলিশ ও ভুমি অফিসের লোকজন উপস্থিত ছিলেন।##
শেয়ার করুন