ছাতকের ধনিটিলায় জগন্নাতদেবের রথযাত্রা মহোৎসব

সুনামগঞ্জ

ছাতক প্রতিনিধিঃ

প্রতি বছরের ন্যায় এ বছরও উৎসবমুখর পরিবেশে ছাতকের ইসলামপুর ইউনিয়নের সীমান্তবর্তী ধনিটিলা, রাসনগর রতনপুর গ্রামের মনিপুরী সম্প্রদায়ের উদ্যোগে সনাতন ধর্মাবলম্বীদের শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব সম্পন্ন হয়েছে। শুক্রবার বিকেলে ধনিটিলা শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু জগন্নাত মন্দির প্রাঙ্গনে রথযাত্রা মহোৎসবের আনুষ্ঠানিক যাত্রা শুরু করে ইছামতী বাজারে গিয়ে শেষ হয়। শুক্রবার থেকে টানা ৯দিন ব্যাপী রথযাত্রা উপলক্ষে পূজা-অর্চনা, সন্ধ্যারতী ও কীর্তন অনুষ্ঠিত হবে। রথযাত্রা মহোৎসবে বাংলাদেশ মণিপুরী যুব কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মিলন সিংহ, মণিপুরী সমাজ কল্যাণ সমিতি ধনীটিলা শাখার সাবেক সভাপতি বজেন্দ্র সিংহ, ধনীটিলা মন্দির কমিটির সভাপতি ইন্দমোহন সিংহ, আওয়ামী লীগ ২ নং ওয়ার্ড সভাপতি রঘু মনি সিংহ, মন্দির পুরোহিত ব্রজোগপাল শর্মা, রাম সিংহ, নির্মল সিংহ ( রমল), শংকর সিংহ, রঞ্জন সিংহ, অমর সিংহ প্রমূখ উপস্থিত ছিলেন।##

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *