ছাতক প্রতিনিধিঃ
ছাতকে ভয়াবহ অগ্নিকান্ডে ১৪টি ব্যবসায়ী প্রতিষ্ঠান ভস্মিভুত হয়ে অন্তত কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। গতকাল রোববার ভোররাতে উপজেলার দোলারবাজার ইউনিয়নের দোলারবাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয়দের দাবী বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। রোববার ভোররাতে বাজারের উত্তর গলির একটি দোকানে আগুন দেখে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রনের চেষ্টা চালায়। আগুনের তীব্রতা বাড়তে থাকলে মুহুর্তের মধ্যে আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ছাতক ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছার আগেই আগুন নিয়ন্ত্রনে আনেন স্থানীয়রা। এর আগের বাজারের জুলহাস মিয়ার ভলগেনাইজিং দোকান, দুলন নাগের জুয়েলারী, ইব্রাহিম আলীর ফার্মেসী, কামাল মিয়ার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ, ছায়াদুল ইসলামের স্যানেটারীর দোকান, সজল দাসের ফার্মেসী, খালেদ মিয়ার লাইব্রেরী ও বিকাশ, এমরান আহমদের ভেরাইটিজ ষ্টোর, ইহাদ আলীর লাইব্রেরী ও বিকাশ, রেদওয়ান আহমদের ভেরাইটিজ ষ্টোর, তাজ উল্লাহর পার্সের দোকান, সংকু দাসের সু-ষ্টোর, ফয়জুল ইসলামের কসমেটিকস দোকান ও নেপাল চন্দের সেলুন আগুনে ভস্মিভুত হয়। এসময় আগুনে পল্লী বিদ্যুতের একটি খুঁটিসহ লাইনও পুড়ে যায়। স্থানীয় ইউপি চেয়ারম্যান নূরুল আলম জানান, আগুনে ১৪টি ব্যবসায়ী প্রতিষ্ঠান পুড়ে গেছে। নিঃশ্ব হয়ে গেছে ব্যবসায়ীরা। কোটি টাকারও বেশী ক্ষতি হয়েছে বলে তিনি ধারনা করছেন। ছাতক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ষ্টেশন অফিসার জালাল আহমেদ জানান, রাস্তা ভাঙ্গার কারনে ঘটনাস্থলে পৌছতে তাদের কিছু বিলম্ব হয়। পরে ঘটনাস্থলে পৌঁছার পর স্থানীয়দের সহযোগিতায় তারা আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হন। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে তিনি কিছিু বলতে পারছেন না। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান আগুনে ক্ষতিগ্রস্থ দোকান মালিকদের ৫ হাজার টাকা করে অর্থ সহায়তা প্রদানের ঘোষনা করেন। দুপুরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কে এম মাহবুব রহমান ক্ষতিগ্রস্থদের হাতে এসব নগদ অর্থ তুলে দেন। ##
শেয়ার করুন