ছাতক প্রতিনিধিঃ
ছাতকে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩ তম জন্মদিন পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে শুক্রবার (৫ আগষ্ট)সকালে উপজেলা পরিষদ চত্ত¡রে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, ছাতক থানা পুলিশ ও উপজেলা কৃষি বিভাগ। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমানের সভাপতিত্বে ও ইউআরসি ইন্সট্রাক্টর মোস্তফা আহসান হাবিবের পরিচালনায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অথিতির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান। বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভুমি) ইসলাম উদ্দিন, ছাতক থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান, ছাতক পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আলহাজ্ব সৈয়দ আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, নির্বাচন কর্মকর্তা ফায়জুর রহমান, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) মাসুম মিয়া, যুব উন্নয়ন কর্মকর্তা গোপাল চন্দ্র দাস, পল্লী সঞ্চয়ক ব্যাংক ছাতক শাখার ব্যবস্থাপক রফিকুল ইসলাম, আওয়ামীলীগ নেতা চান মিয়া চৌধূরী, আফজাল হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান আফজাল আবেদীন আবুল, আওয়ামীলীগ নেতা নজমুল হোসেন, তথ্য আপা মর্জিনা আক্তার প্রমুখ।
শেয়ার করুন