ছাতকে কনকচাঁপা খেলাঘর আসরের শিক্ষার্থীদের মাঝে খাতা কলম বিতরণ

সুনামগঞ্জ

ছাতক প্রতিনিধিঃ

ছাতকে কনকচাঁপা খেলাঘর আসরের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। কেন্দ্রিয় খেলাঘর আসর কর্তৃক প্রদেয় এসব শিক্ষা সামগ্রী শুক্রবার দুপুরে শহরের বাগবাড়ি এলাকার কনকচাঁপা খেলাঘর আসর কার্যালয় থেকে বিতরণ করা হয়। খাতা, কলম ও জ্যামিতি বক্স হাতে পেয়ে খেলাঘর আসরের শিক্ষার্থদের মধ্যে এক অন্যরকম আনন্দ অনুভুতি জাগ্রত হতে দেখা গেছে। কনকচাঁপা খেলাঘর আসরের সভাপতি কেতকী রঞ্জন আচার্য্যরে সভাপতিত্বে ও সাধারন সম্পাদক বিজয় রায়ের পরিচালনায় অনুষ্ঠিত শিক্ষা সামগ্রী বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাকটর মোস্তফা আহসান হাবিব, কনকচাঁপা খেলাঘর আসরের সহ সভাপতি তপন তরফদার, শিক্ষক অজয় কৃষ্ণ পাল, প্রনব দাস মিটু, দুলন তরফদার, কনকচাঁপা খেলাঘর আসরের সাংগঠনিক সম্পাদক বদরুল আমিন রুবেল, অভিভাবক জেপি পাল, আসরের সংগীত শিক্ষক অজিত কুমার দাস, নৃত্যের শিক্ষক ইশিতা দাস প্রমূখ।##

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *