ছাতকে খাদ্য ও হাত ধোয়া দিবস এবং ইদুর নিধন অভিযান উপলক্ষে র্যালী ও আলোচনা

সিলেট

ছাতক প্রতিনিধিঃ

ছাতকে জাতীয় খাদ্য ও হাত ধোয়া দিবস এবং ইদুর নিধন অভিযান উপলক্ষে র্যা লী ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে উপজেলা পরিষদ চত্ত¡র থেকে একটি র্যালী বের করা হয়। র্যালী শেষে উপজেলা কৃষক পশিক্ষণ হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তৌফিক হোসেন খানের সভাপতিত্বে ও উপ সহকারী কৃষি কর্মকর্তা এনামুল ইসলাম পারভেজের পরিচালনায় অনুষ্ঠিত আলেচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইউআরসি ইন্সট্রাকটর মোস্তফা আহসান হাবিব, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী মিজানুর রহমান। সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রফিকুল ইসলাম। বক্তব্য রাখেন, উপজেলা উপ সহকারী কৃষি কর্মকর্তা আশরাফুল আলম প্রমুখ। এর আগে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের সামন থেকে ৭৫জন কৃষকের মাঝে বিনামূল্যে সার, বীজ ও কৃষি উপকরণ বিতরণ করেন কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান। জৈব সার, এমওপি, ডিওপি ও ইফরিয়া সহ ৩০ কেজি সার, ইদুর মারার ফাঁদ, পানির জগ, নেট, রশি, কৌটা ও সাইবোর্ড বিনামূল্যে কৃষকদের হাতে তুলে মেয়া হয়। এসময় উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মাহবুবুল আলম শুভ, এ ই ডবিøউ আনিসুর রহমান, উপ সহকারী কর্মকর্তা সুহেব মাহমুদ, আরিফ চৌধুরী, আলাউদ্দিন, ফাতেমা বেগম, ফারুক আহমদ, সঞ্জয় কুমার কর, শুভাশীষ দাস, মিল্লাদ হোসেন, জহিরুল ইসলাম, চন্দন কুমার চৌধুরী, পিংকু তালুকদার, নারায়ন বিশ্বাস, হাজেরা বেগম, লিটন চন্দ্র দাস, নবী হোসেন, মোজাম্মেল ভূইঁয়া, আশরাফুল আলম সহ উপকারভোগী কৃষকগণ উপস্থিত ছিলেন।##

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *