ছাতকে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়

সিলেট

ছাতক প্রতিনিধিঃ

ছাতকে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে প্রথম দিনের কর্মসূচীর অংশ হিসেবে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতনিমিয় সভায় সভাপতির বক্তব্য রাখেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সীমা রানী বিশ্বাস। তিনি তার বক্তব্যে হাওরাঞ্চলে দেশীয় প্রজাতীর মাছ সংরক্ষণ, মা মাছ এবং রেণু পোনা নিধন বন্ধে সরকারী বিভিন্ন পদক্ষেপের কথা বলেন। এ ছাড়া মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন মেনে চলার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান তিনি। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে চলমান কর্মসূচীর মধ্যে ২৪ জুলাই র‌্যালী, উদ্বোধনী অনুষ্ঠান ও পোনামাছ অবমুক্তকরণ, ২৫ জুলাই সংশ্লিষ্ট সুফলভোগীদের সাথে মতবিনিময়, ২৬ জুলাই ভ্রাম্যমান আদালত পরিচালনা, ২৭ জুলাই মাছ চাষ বিষয়ক বিশেষ সেবা প্রদান, ২৮ জুলাই সংশ্লিষ্ট সুফলভোগীদের প্রশিক্ষণ প্রদান এবং ২৯ জুলাই মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, ছাতক প্রেসক্লাবের সাধারন সম্পাদক আবুল আলিম, অর্থ সম্পাদক বিজয় রায়, সাংবাদিক আমিনুল ইসলাম আজির, সেলিম মাহবুব, সাকির আমিন, তমাল পোদ্ধার, মাহবুব আলম, সদরুল আমিন প্রমূখ। ##

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *