ছাতক প্রতিনিধিঃ
ছাতকে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ২য় দিনের কর্মসূচীর অংশ হিসেবে র্যালী, উদ্বোধনী অনুষ্ঠান ও পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। রোববার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান। সহকারী কমিশনার(ভুমি) ইসলাম উদ্দিনের সভাপতিত্বে ও ইউআরসি ইন্সট্রাকটর মোস্তফা আহসান হাবিবের পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সীমা রানী বিশ্বাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশীদ, উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কমকর্তা কেএম মাহবুব রহমান। বক্তব্য রাখেন, মৎস্যজীবী আবু তাহের, জমির মিয়া, আফাজ উদ্দিন প্রমূখ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে বের করা হয় এক বর্নাঢ্য র্যালী। পরে উপজেলা পরিষদের পুকুরে পোনা মাছ অবমুক্ত করেন অতিথিবৃন্দ। ##
শেয়ার করুন