ছাতক প্রতিনিধিঃ
ছাতকে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ছাতক পৌরসভার উদ্যোগে পৌরসভা চত্ত্বরে স্থাপিত বঙ্গবুন্ধুর ম্যুরালে পুস্পস্তোবক অর্পন করেন পৌর মেয়র আবুল কালাম চৌধুরী, কাউন্সিলরবৃন্দ ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এর আগে জাতীয় শোক দিবস উপলক্ষে মেয়র, কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ কালো ব্যাজ ধারন করেন। পরে পৌরসভার সম্মেলন কক্ষে বঙ্গবন্ধুর জীবন-সংগ্রাম শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্য পৌর মেয়র আবুল কালাম চৌধুরী। পৌর সচিব খান মোহাম্মদ ফারাবীর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, পৌর কাউন্সিলর ইরাজ মিয়া, হাজী নাজিমুল হক, সাবেক কাউন্সিলর ধন মিয়া, সুদিপ দে প্রমুখ। এসময় পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। দুপুরে মিলাদ ও দোয়া মাহফিল শেষে শহরের তাহির প্লাজার সামন থেকে দেড় হাজার দুঃস্থ মানুষের মাঝে রান্না করা খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করেন পৌর মেয়র আবুল কালাম চৌধুরী।##
শেয়ার করুন