ছাতক প্রতিনিধিঃ
ছাতকে নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ভটেরখাল নদী থেকে এ লাশ উদ্ধার করে থানা পুলিশ। বিকেলে ভটেরখাল নদীতে ভাসমান লাশ দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। খবর পেয়ে ছাতক থানার এসআই এমএ শাহীন ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে প্রেরন করে। এ ব্যাপারে থানায় ইউডি মামলা রুজু করা হয়েছে।
শেয়ার করুন