ছাতকে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন, আটক এক

সুনামগঞ্জ

সুনামগঞ্জের ছাতকে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মোজাম্মেল হোসেন মাসুম নামের এক যুবক খুন  হয়েছেন। গতকাল শুক্রবার রাত আড়াইটায় সুরমা নদীর পাড়ে ছাতক সিমেন্ট ফ্যাক্টরির ট্রান্সপোর্ট এলাকায় এ ঘটনা ঘটেছে।

ছুরিকাঘাতে নিহত মোজাম্মেল হোসেন মাসুম (৩৭) পৌরসভার পূর্ব নোয়ারাই গ্রামের সাবেক মেম্বার, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মফিজুর রহমানের পুত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে,গভীর রাতে ছাতক সিমেন্ট ফ্যাক্টরির ট্রান্সপোর্ট এলাকায় ডেকে নিয়ে মোজাম্মেল হোসেন মাসুমকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায় প্রতিপক্ষরা। এ সময় স্থানীয় লোকজন ধাওয়া করে লাফার্জ-হোলসিম কারখানা এলাকা থেকে হোসাইন  আহমদ (২৫) নামের একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

আটক হোসাইন আহমদ পৌরসভার বাগবাড়ি মহল্লার হুমায়ুন কবিরের পুত্র।

এদিকে ছুরিকাঘাতে গুরুতর আহত মোজাম্মেল হোসেন মাসুমকে ভোর রাতে ছাতক হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ছাতক থানার উপ পরিদর্শক (এস আই) মোশাররফ হোসেন  জানান, মরদেহ উদ্ধার করে সুনামগঞ্জ  মর্গে পাঠানো হয়েছে। খুনের ঘটনার সাথে জড়িত ১ জনকে আটক করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *