ছাতকে প্রশাসনের উদ্যোগে পৌরসভার টোলবক্স উচ্ছেদ

সুনামগঞ্জ

ছাতক প্রতিনিধিঃ

ছাতক পৌরসভার আলোচিত টোল বক্স উচ্ছেদ করে দিয়েছে প্রশাসন। মঙ্গলবার বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইসলাম উদ্দিনের উপস্থিততে এ টোলবক্সটি উচ্ছেদ করা হয়। ছাতক উপজেলা ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান মালিক সমিতির পক্ষে সেক্রেটারী রিপন মিয়া তালুকদারের হাইকোর্টে দায়ের করা রীটের প্রেক্ষিতে টোলবক্স উচ্ছেদ করা হয়। ছাতক পৌরসভা কর্তৃক দীর্ঘদিন ধরে ছাতক-সিলেট সড়কের শহরের কোর্ট রোডের মূখে বাঁশকল স্থাপন করে এ সড়ক দিয়ে চলাচলকারী ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান থেকে টোল আদায় করা হচ্ছিলো। পৌরসভার এ টোল আদায়কে অবৈধ দাবী করে এ ব্যাপারে ছাতক উপজেলা ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান মালিক সমিতির পক্ষ থেকে একটি রিট আবেদন (নম্বর-৪৬৪০/২০২২) দায়ের করেন সমিতির সেক্রেটারী রিপন মিয়া তালুকদার। রীট আবেদনের প্রেক্ষিতে হাইকোর্টের একটি বেঞ্চ ২১এপ্রিল ছাতক পৌরসভা কর্তৃক টোল আদায় ৬ মাসের নিষেধাজ্ঞা প্রদান করেন। কিন্তু উচ্চ আদালতের নিষেধাজ্ঞার পরও পৌর কর্তৃপক্ষ টোল আদায় অব্যাহত রেখেছিলো। এসব বিষয়ে মঙ্গলবার সিলেট বিভাগীয় ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক শ্রমিক ঐক্য পরিষদের আহবায়ক ও বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম হাদী ছয়ফুল ও সদস্য সচিব এবং সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি দিলু মিয়ার নেতৃত্বে ঐক্য পরিষদের নেতৃবৃন্দ হাইকোর্টের রীটের আলোকে ব্যবস্থা গ্রহনের দাবীতে সিলেট বিভাগীয় কমিশনারের বরাবরে একটি স্মারকলিপি প্রদান করেন। স্বারকলিপির প্রেক্ষিতে ছাতক পৌরসভার কর্তৃক টোল আদায় বন্ধে হাইকোর্টের আদেশ বাস্তবায়নে নির্দেশনা দেন সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন। বিভাগীয় কমিশনারের নির্দেশে টোল আদায় বন্ধ এবং টোল বক্স গুড়িয়ে দেয় প্রশাসন।##

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *