ছাতকে প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধু শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন

সুনামগঞ্জ

ছাতক প্রতিনিধিঃ

ছাতকে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে সরকারী ও বেসরকারীভাবে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে কালো ব্যাজ ধারন ও উপজেলা পরিষদ চত্ত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্প স্তোবক অর্পন করেন প্রধান অতিথি সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। পরে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ ও সহযোগি সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, ছাতক সরকারী বহুমুখী উচ্চ বিদ্যালয়, চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়, ছাতক থানা, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তোবক অর্পন করেন। সকালে পুষ্প স্তোবক অর্পন শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মুহিবুর রহমান মানিক এমপি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমানের সভাপতিত্বে ও ইউআরসি ইন্সট্রাকটর মোস্তফা আহসান হাবিবের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুর রহমান, ভাইস চেয়ারম্যান আবু শাদাত লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, ছাতক প্রেসক্লাব সভাপতি সৈয়দ হারুন অর রশিদ, মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া, ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন মাষ্টার, গয়াছ আহমদ, বিল্লাল আহমদ, আলহাজ্ব সুন্দর আলী, আবু বক্কর সিদ্দিক, আব্দুল হক, সাবেক ইউপি চেয়ারম্যান সায়েস্তা মিয়া, আব্দুল মছব্বির, মুরাদ হোসেন প্রমুখ। এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাবেক ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কদর মিয়া, আফজাল আবেদীন আবুল, মুক্তিযোদ্ধা আলহাজ্ব গোলাম মোস্তফা, আলহাজ্ব নিজাম উদ্দিন বুলি, আওয়ামীলীগ নেতা চান মিয়া চৌধুরী, মুশাহিদ আলী, আফতাব উদ্দিন, আব্দুল আউয়াল, মাফিজ আলীসহ আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। পড়ে নব নির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে প্রতিষ্ঠিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তোবক অর্পণ করেন মুহিবুর রহমান মানিক এমপি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া সহ মুক্তিযোদ্ধাবৃন্দ। ##

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *