ছাতক প্রতিনিধিঃ
ছাতকে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করা হয়েছে। সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের নির্দেশনা এবং পরামর্শে সড়ক ও জনপথ অধিদপ্তর সুনামগঞ্জ সড়ক বিভাগের আওতাধিন ছাতক সড়ক উপ-বিভাগীয় কর্মকর্তা-কর্মচারীদের ১দিনের বেতন ও শিক্ষানুরাগী ইশতিয়াক রহমান তানভিরের সহযোগিতায় উপজেলার কালারুকা, ইসলামপুর ও দক্ষিণ খুরমা ইউনিয়নের ৩৫টি ক্ষতিগ্রস্থ পরিবারের মঝে ২ বান্ডিল করে ঢেউটিন বিতরণ করা হয়। ইশতেয়াক রহমান তানভির ও তার পরিবারের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্থ আরো ৩৫ পরিবারের ক্ষয়-ক্ষতির ভিত্তিতে ৫ হাজার থেকে ২০ হাজার টাকা পর্যন্ত নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে শহরের সওজ’র কার্যালয় প্রাঙ্গন থেকে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করেন এসপিপিএম উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইশতায়াক রহমান তানভির। এসময় ছাতক সড়ক ও জনপথ উপ-বিভাগীয় কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী মাছুম আহমদ সিদ্দিকী, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি বাবুল রায়, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি শহিদুল ইসলাম, সাবেক ইউপি সদস্য ফজলু মিয়া, যুবলীগ নেতা আলমগীর হোসেন, জাহাঙ্গির আলম, জাকির হোসেন, মুক্তিযোদ্ধা সন্তান সাইফ উদ্দিন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মাহবুব আলম, যুবলীগ নেতা পবন মিয়া, মাহাদী হাসান, ছাত্রলীগ নেতা এহসানুল হক মিলন প্রমূখ উপস্থিত ছিলেন।##
শেয়ার করুন