ছাতকে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে ক্রিশ্চিয়ান এইডের আর্থিক সহায়তা

সুনামগঞ্জ

সেলিম মাহবুব, ছাতকঃ

ছাতকে ক্রিশ্চিয়ান এইড এর সহযোগিতায় এবং সামাজিক সংগঠন উত্তরণ’র ব্যবস্থাপনায় ছাতক সদর ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে ছাতক সদর ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্থ ৪০০ পরিবারের মাঝে ৪ হাজার ৫০০ টাকা করে নগদ অর্থ বিতরণ আনুষ্ঠানিক বিতরণ করেন প্রধান অতিথি ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম ও উত্তরণের প্রজেক্ট কো-অর্ডিনেটর ইশরাত জাহান। এর আগে উত্তরণের প্রজেক্ট কো-অর্ডিনেটর ইশরাত জাহানের সভাপতিত্বে ও ইউপি সচিব আব্দুস সবুরের পরিচালনায় অনুষ্ঠিত নগদ অর্থ বিতরণী সভায় বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, উত্তরণের ফাইন্যান্স ম্যানেজার মোহাম্মদ মনিরুজ্জামান, উত্তরণের এ্যান্টস অফিসার সাবাহ তাজিন তারিক, ফাইন্যান্স এন্ড এডমিন তবিবুর রহমান, আঞ্চলিক ম্যানেজার পার্থ কুমার দে, ক্রিশ্চিয়ান এইডের প্রতিনিধি শুভ রায়, ইউনিয়ন প্রতিনিধি এস এম হাবিবুল হাসান, মোন্াকিন রহমান সোহান, স্বেচ্ছাসেবক আতিকুর রহমান রিয়াদ প্রমুখ। ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে নগদ অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, অর্থ সম্পাদক বিজয় রায়, ইউপি সদস্য সমরোজ আলী, নজরুল ইসলাম, খসরু আহমেদ, আব্দুস শহিদ, দুলাল সরকার, আলী হোসেন, আবু খালেদ, আশিকুর রহমান, আলী হোসেন, সদস্যা ছালেতুন নেছা, আফিয়া বেগম রেখা, প্রেমতা রানী বিশ্বাস, সাবেক ইউপি সদস্য নুরুল হক, ময়না মিয়া, আব্দুস সালাম, উত্তরণ প্রকল্পের স্বেচ্ছাসেবক মুহিত উদ্দিন, জাবেদ আহমদ, মৌসুমী আক্তার ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।##

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *