ছাতকে বর্নাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত

সুনামগঞ্জ

সেলিম মাহবুব,ছাতকঃ

বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্য নিয়ে ৫১তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে শনিবার ছাতক উপজেলা সমবায় বিভাগের আয়োজনে সকালে এক বর্ণাঢ্য র‌্যালী শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন শেষে উপজেলা শিক্ষক মিলনায়তনের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার নুরের জামান চৌধুরীর সভাপতিত্বে ও সমবায় কর্মকর্তা মতিউর রহমান’র পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) ইসলাম উদ্দিন, ছাতক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আলহাজ্ব সৈয়দ আহমদ, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশিদ। সভায় আরও বক্তব্য রাখেন ছাতক উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রনব লাল দাস, সমবায় অফিসের সহকারি পরিদর্শক কামাল হোসেন, অফিস সহকারী কাম-কম্পিউটার শাহানা ফেরদৌস, সমবায়ীদের মধ্যে বক্তব্য রাখেন ছাতক পাথর সমবায় সমিতির সম্পাদক শামছু মিয়া, তেলিহাওর পানি ব্যবস্হাপনা সমবায় সমিতির সভাপতি ও ছাতক উপজেলা সেচ্ছাসেবকলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন লিটন, লক্ষীভাউর মৎস্যজীবি সমবায় সমিতির সম্পাদক জাহাঙ্গীর আলম, ছাতক সিমেন্ট কারখানা শ্রমিক সমবায় সমিতির সম্পাদক আজিজুর রহমান, ছাতক পাথর লেভার সমবায় সমিতির সাবেক সভাপতি তজম্মুল মিয়া, ছাতক বাজার একতা বালু উত্তোলন ক্ষুদ্র সমবায় সমিতির কোষাধ্যক্ষ আব্দুর রহমান, ছাতক ক্ষুদ্র মাংস সমবায় সমিতির সম্পাদক মইন উদ্দিন প্রমুখ। দিবসটি উপলক্ষে প্রধান অতিথি উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করেন। এসময় পাঁচটি সমবায় সংগঠন কে পুরস্কার প্রদান করা হয়। সভা শেষে উপজেলার শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসেবে আফজলাবাদ গবাদি পশু ও কৃষি সমবায় সমিতি, শাহজালাল মৎস্যজীবী সমবায় সমিতি, ছাতক সিমেন্ট কারখানা শ্রমিক-কর্মচারী সমবায় সমিতি, লক্ষীবাউর মৎস্যজীবী সমবায় সমিতি ও তেলিহাওর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। এসময় আফজলাবাদ গবাদি পশু ও কৃষি সমবায় সমিতি নিয়ে বির্তকের সৃষ্টি হলে প্রধান অতিথির তোপের মুখে পড়েন উপজেলা সমবায় কর্মকর্তা। প্রধান অতিথি তার হাত দিয়ে নাম সর্বস্ব আফজলাবাদ গবাদি পশু ও কৃষি সমবায় সমিতির প্রতিনিধির হাতে পুরস্কার তুলে দিতে তিনি অসম্মতি জানান। সভায় উপস্থিত ছিলেন সমবায় সমিতির সদস্য ও সদস্যা, প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ। সভার শুরুতে পবিত্র ক্বোরআন তেলাওয়াত করেন গ্রামকর্মী ক্বারী নিজাম উদ্দিন ও পবিত্র গীতা পাঠ করেন সমবায় অফিসের সহকারী পরিদর্শক রজত কান্তি দাস।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *