ছাতক প্রতিনিধিঃ
ছাতকে ভোক্তাধিকার অধিদপ্তরের অভিযানে শহরের ৫টি ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। মূল্য তালিকা না থাকা, ওজনে কম দেয়া, ইচ্ছেমত মূূল্যবৃদ্ধি ও পরিমাপ যন্ত্রে ত্রুটি থাকার অপরাধে এসব প্রতিষ্ঠান হতে জরিমানা আদায় করে ভোক্তা অধিদপ্তর। সেমাবার দুপুরে ভোক্তাধিকার অধিদপ্তর সুনামগঞ্জের সহকারী পরিচালক শফিকুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে ছাতক শহরের রুবেল এন্টারপ্রাইজ থেকে ৩ হাজার, তানিয়া ট্রেডার্স থেকে ৫ হাজার, জমসেদ ট্রেডার্স হতে ২০ হাজার, ছালিক এন্ড রমিজ ট্রেডার্স থেকে ৫ হাজার এবং মুহিত সবজী ঘর থেকে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভোক্তা অধিদপ্তরের এমন অভিযান অব্যাহত থাকবে বলে সহকারী পরিচালক শফিকুল ইসলাম জানিয়েছেন। অভিযানে র্যাব-৯ এর সিপিসি-৩ সুনামগঞ্জের সহকারী পরিচালক জামাল উদ্দিন, ভোক্তা অধিদপ্তরের বিধান রায় সহ র্যাব-৯ এর সদস্যরা উপস্থিত ছিলেন।##
শেয়ার করুন