ছাতকে যুক্তরাজ্য টাওয়ার হ্যামলেটস’র ডেপুটি মেয়র মাইয়ূম মিয়া সংবর্ধিত

সুনামগঞ্জ

ছাতক প্রতিনিধিঃ

ছাতকে সংবর্ধিত হয়েছেন যুক্তরাজ্য টাওয়ার হ্যামলেটস’র ডেপুটি মেয়র মাইয়ূম মিয়া তালুকদার। শনিবার বিকেলে শহরের মড়ল কমিউনিটি সেন্টার এলাকাবাসীর ব্যানারে এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা সম্পাদক শামীম আহমদ চৌধুরী। ছাতক উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের খিদ্রাকাপন গ্রামের বাসিন্দা মাইয়ূম মিয়া তালুকদার যুক্তরাজ্য টাওয়ার হ্যামলেটস’র ডেপুটি মেয়র নির্বাচিত হওয়ায় তাকে ছাতক বাসীর পক্ষ থেকে এ সংবর্ধনা প্রদান করা হয়। ছাতক পাথর ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক হাজী আবুল হাসানের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক, সাবেক জেলা পরিষদ সদস্য আজমল হোসেন সজলের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন, দোয়ারা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক, দোহালিয়া ইউনিয়নের চেয়ারম্যান শামীমুল ইসলাম শামীম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছাতক লাইমষ্টোন ইম্পোটার্স এন্ড সাপ্লায়ারর্স গ্রুপের প্রেসিডেন্ট আহমদ শাখাওয়াত সেলিম চৌধুরী, সাধারন সম্পাদক অরুন দাস, জাউয়াবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রেজা মিয়া তালুকদার, ছাতক সদর ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম, পৌর কাউন্সিলর নাজিমুল হক, নোয়ারাই ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ডাঃ রেদওয়ানুল হক আরজু, উপজেলা আওয়ামীলীগে আহবায়ক কমিটির সদস্য শাহীন মিয়া তালুকদার, আওয়ামীলীগ নেতা লায়েক মিয়া তালুকদার, উপজেলা যুবলীগের সহ সভাপতি লায়েক মিয়া। বক্তব্য রাখেন, যুবলীগ নেতা রিয়াদ আহমদ চৌধুরী, আব্দুল কাদির তালুকদার,সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ সভাপতি আতাউল সানি, যুবলীগ নেতা , মুক্তিযোদ্ধা সন্তান শাহআলম বাছিত প্রমূখ। এসময় আওয়ামীলীগ নেতা এবাদুল হক এমাদ, রহমত আলী, স্বেচ্ছাসেবলীগ নেতা মামুন মিয়া, কামরুজ্জামান কাজল, জামায়েল আহমদ ফরহাদ, যুবলীগ নেতা দেলোয়ার হোসেন, রুবেল তালুকদার জনি, ছাত্রলীগ নেতা তোফায়েল আহমদ প্রমূখ উপস্থিত ছিলেন।##

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *